Shreyas Iyer

Shreyas Iyer: আইপিএলের পর কী ভাবে তরতাজা শ্রেয়স, জানালেন নিজেই

আইপিএলে চেনা ছন্দে ছিলেন না কলকাতার অধিনায়ক। দেশের হয়ে মাঠে নেমেই চেনা ছন্দে শ্রেয়স। কয়েকদিনের বিশ্রামই তরতাজা করে তুলেছে বলে জানিয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ জুন ২০২২ ২০:৫২
Share:

শ্রেয়স আয়ার। ফাইল ছবি।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রত্যাশিত সাফল্য পাননি শ্রেয়স আয়ার। ভারতীয় দলে ফিরেই আবার চেনা ছন্দে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ২৭ বলে ৩৬। কী ভাবে ফিরলেন চেনা ছন্দে। শ্রেয়স নিজেই জানিয়েছেন।

Advertisement

আইপিএলে কলকাতার অধিনায়ক ১৪টি ম্যাচ খেলে করেছিলেন ৪০১ রান। দেখা যায়নি তাঁর আগ্রাসী ব্যাটিংও। দেশের জার্সিতে মাঠে নামতেই ফিরেছে পরিচিত আগ্রাসন। আইপিএলের সময় পিঠের ব্যথায় ভুগেছেন। শ্রেয়স বলেছেন, ‘‘আইপিএলের পর কয়েক দিন আরাম করেছি। পিঠে হালকা একটা ব্যথা ছিল। খুব অস্বস্তিতে ছিলাম। কয়েকটা দিন বিশ্রামে থাকায় উপকার হয়েছে। আবার নেটে আগের মতো অনুশীলন করতে পারছি। বিশেষ করে ম্যাচের আগের দু’টো দিন ভাল অনুশীলন করতে পেরেছি। বিশ্রাম নিয়ে মাথাটাও বেশ পরিষ্কার হয়েছে।’’

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের আগে ফিল্ডিং নিয়েও বাড়তি পরিশ্রম করেছেন শ্রেয়স। মাথায় রেখেছেন দিল্লির প্রচণ্ড গরমের কথা। শরীরে যাতে জলশূন্যতা তৈরি না হয়, তাও মাথায় রেখেছিলেন শ্রেয়স।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement