Shreyas Iyer

আফগানিস্তান সিরিজ় থেকে বাদ, অবশেষে মুখ খুললেন ‘শৃঙ্খলা ভাঙা’ কেকেআরের ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকা সফরে ভাল খেলতে পারেননি। উঠেছিল দলের ‘শৃঙ্খলা ভাঙা’র মতো অভিযোগ। সেই প্রসঙ্গে উত্তর দিলেন কেকেআরের ক্রিকেটার শ্রেয়স আয়ার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৪ ২২:১৬
Share:

শ্রেয়স আয়ার। ছবি: পিটিআই।

দক্ষিণ আফ্রিকা সফরে ভাল খেলতে পারেননি। প্রত্যাশা পূরণ করতে পারেননি নির্বাচকদের। পাশাপাশি উঠেছিল দলের ‘শৃঙ্খলা ভাঙা’র মতো অভিযোগ। ফলস্বরূপ দেশের মাটিতে আফগানিস্তান সিরিজ়‌ে বাদ পড়েছেন। অবশেষে সেই প্রসঙ্গে মুখ খুললেন শ্রেয়স আয়ার, যিনি কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারও।

Advertisement

অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে ৪৮ রান করেছেন শ্রেয়স। সোমবার জিতেছে তাঁর দল মুম্বই। তার পরে শ্রেয়স বলেছেন, “দেখুন, আমি বর্তমানে বাঁচতে ভালবাসি। আমাকে যা বলা হয়েছিল সেটা করেছি (রঞ্জি খেলে জাতীয় দলে ফেরা)। আমি খেলেছি, নিজের পরিকল্পনা কাজে লাগিয়েছি। যেটা করেছি তাতে খুশি। নির্বাচন আমার নিয়ন্ত্রণে নেই। তাই সেটা নিয়ে ভেবে লাভ নেই। রঞ্জি খেলতে এসে দল ম্যাচ জেতানো আমার দায়িত্ব ছিল। সেটাই আমি করেছি।”

ইংল্যান্ড সিরিজ়ে প্রথম দুই টেস্টের দলে নেওয়া হয়েছে তাঁকে। এখনই তা নিয়ে ভেবে সময় নষ্টে রাজি নন শ্রেয়স। বলেছেন, “একটা ম্যাচ ধরে এগোনোই ভাল। এখনই পাঁচ ম্যাচের সিরিজ়‌ নিয়ে ভাবতে চাই না। প্রথম দুটো ম্যাচের দল হয়েছে। আমার কাজ হল প্রথম দুটো ম্যাচে ভাল খেলে বাকি ম্যাচগুলো নিয়ে ভাবা।”

Advertisement

বাজ়বল দর্শনে খেলা ইংল্যান্ডের সামনে যে ঘূর্ণি পিচ দেওয়া হবে, সেটা মেনে নিয়েছেন শ্রেয়সও। বলেছেন, “আমার মনে হয় ঘূর্ণি পিচেই খেলা হবে। সেখানে ভাল খেলা তো রয়েছেই। তা ছাড়া নিজের ম্যাচ ফিটনেস, মাঠে দীর্ঘ সময় ধরে ফিল্ডিং করা, এগুলো নিয়েও ভাবতে হবে। চোটের পর বিশেষ করে বেশি ক্ষণ মাঠে ফিল্ডিং করতে সমস্যা হয়েছে। রঞ্জিতে দারুণ ভাবে প্রস্তুতি নিলাম।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement