বিরাট কোহলি। — ফাইল চিত্র।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হ্যারিস রউফকে একটি ছক্কা মেরে আলোড়ন তৈরি করেছিলেন বিরাট কোহলি। জোরে বোলারের বিরুদ্ধে তাঁর সোজা মারা ছক্কা নজর কেড়ে নিয়েছিল। সেই একই ছক্কা আবার দেখা গেল কোহলির ব্যাটে। এ বার বোলার নবীন উল-হক। আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সে রকমই একটি ছক্কা মারলেন কোহলি। তবে এ বার তাঁকে বিশেষ খুশি হতে দেখা গেল না।
গত আইপিএলে কোহলি এবং নবীনের বিতর্ক এখনও আলোচনার বিষয়। বেঙ্গালুরু বনাম লখনউ ম্যাচের ঘটনার পর অনেক জল গড়িয়েছে। সেই ঝামেলা জড়িয়েছিলেন তৎকালীন লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীরও। আইপিএলের সেই ‘শত্রুর’ বলে ছক্কা মেরে এ বার কোহলিকে খুশি হতে দেখা গেল না। বল যতটা দূরে যাবে ভেবেছিলেন, ততটা দূরে যায়নি। তাই জন্যই খুশি হতে পারেননি কোহলি। বল সীমানার সামান্য বাইরে পড়ে। এর পরেই অদ্ভুত মুখাভঙ্গি করে হতাশা প্রকাশ করেন কোহলি।
সেই বিশ্বকাপের ১৪ মাস পরে টি-টোয়েন্টি দলে ফিরে রবিবারই প্রথম ম্যাচ খেললেন কোহলি। ১৬ বলে ২৯ রান করেন। তবে গোটা ইনিংস জুড়েই আগ্রাসী মনোভাব দেখা গিয়েছে তাঁর মধ্যে। যশস্বী জয়সওয়াল এবং শিবম দুবের অর্ধশতরানে ভর করে সহজেই সিরিজ় জিতে নিয়েছে ভারত।