Pakistan vs England

টেস্ট জিততে ইংল্যান্ডের চাই ২৬১, পাকিস্তানের ৮ উইকেট, ৪৫০ দিন পর টেস্ট জিততে পারবেন মাসুদেরা?

তৃতীয় দিনে পড়ল ১৬টি উইকেট। দু’বার ব্যাট করতে নামল ইংল্যান্ড। দিনের শেষে জমে গিয়েছে খেলা। টেস্টের এখনও দু’দিন বাকি। ইংল্যান্ডের জিততে দরকার ২৬১ রান। পাকিস্তানের আট উইকেট। দু’দলই জিততে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ২১:৩৮
Share:

সাত উইকেট নেওয়া সাজিদ খান। ছবি: পিটিআই।

তৃতীয় দিনে পড়ল ১৬টি উইকেট। দু’বার ব্যাট করতে নামল ইংল্যান্ড। দিনের শেষে ম্যাচ জমে গিয়েছে। টেস্টের এখনও দু’দিন বাকি। ইংল্যান্ডের জিততে দরকার ২৬১ রান। পাকিস্তানের আট উইকেট। যা অবস্থা তাতে দুই দলই ম্যাচ জিততে পারে। ইংল্যান্ড জিতলে তারা সিরিজ়ও পকেটে পুরে নেবে।

Advertisement

বৃহস্পতিবার সকালে তিন উইকেট নিয়ে ইংল্যান্ডকে বিপদে ফেলে দেন সাজিদ খান। প্রথম ইনিংসে সাতটি উইকেট নিয়ে পাকিস্তানের নায়ক তিনি। তবে ইংল্যান্ডের শেষ উইকেটের জন্য অনেক ক্ষণ অপেক্ষা করতে হয় পাকিস্তানকে। ২৯ রানের জুটি গড়েন শোয়েব বশির এবং জ্যাক লিচ। পাকিস্তানের বাকি তিনটি উইকেট নোমান আলির।

দ্বিতীয় বার ব্যাট করতে নেমে দ্রুত লিড বাড়িয়ে ১১৮ রানের লিড নেয় পাকিস্তান। তবে হারায় তিনটি উইকেটও। টপ অর্ডার বেশি রান করতে পারেনি। তার পরেও পাকিস্তানের রান দ্বিতীয় ইনিংসে দুশো পেরিয়ে যায় আঘা সলমনের সৌজন্যে। ৬৩ রান করেন তিনি। ২২১ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস। চার উইকেট নেন শোয়েব।

Advertisement

জবাবে ১১ রানের মধ্যে ২ উইকেট হারায় ইংল্যান্ড। আগের ইনিংসের শতরানকারী বেন ডাকেট এই ইনিংসে খাতাই খুলতে পারেননি। ক্রিজ়‌ে রয়েছেন অলি পোপ (২১) এবং জো রুট (১২)। ইংল্যান্ডের স্কোর ৩৬/২। শুক্রবার যদি এই দু’জন টিকে যান তা হলে পাকিস্তান চাপে পড়তে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement