রোহিত শর্মা। ছবি: পিটিআই।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট হয়ে গিয়েছে ভারত। ঘরের মাঠে কোনও দিন যে লজ্জার নজির হয়নি, তাই হয়েছে বৃহস্পতিবার। ব্যাটিংয়ে ব্যর্থ গোটা দলই। খারাপ শট খেলে আউট হয়েছেন ব্যাটারেরা। বেঙ্গালুরুতে দ্বিতীয় দিনের খেলায় কী কী নজির হল?
১) দেশের মাটিতে সর্বনিম্ন রান। এর আগে ১৯৮৭ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ৬৭ রানে শেষ হয়ে গিয়েছিল ভারত।
২) টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতের তৃতীয় সর্বনিম্ন রান। ২০২০ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৬ রান সর্বনিম্ন। তার পরে ১৯৭৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪২।
৩) এশিয়ার সব মাঠ মিলিয়ে কোনও দেশের একটি ইনিংসে সবচেয়ে কম রান। এর আগে ১৯৮৬ সালে ফয়সালাবাদে পাকিস্তানের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ় ৫৩ রানে শেষ হয়েছিল। ২০০২ সালে শারজায় পাকিস্তান একই রানে শেষ হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
৪) নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্টে কোনও দেশের সর্বনিম্ন রান। এর আগে ২০১২ সালে নেপিয়ারে জ়িম্বাবোয়ে ৫১ রানে অল আউট হয়েছিল।
৫) পুরুষদের টেস্টে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে সবচেয়ে কম রানে আউট হওয়ার নিরিখে ভারত তৃতীয় স্থানে।
৬) বেঙ্গালুরুতে পাঁচজন ভারতীয় ব্যাটার শূন্য করেছেন। টেস্টের একটি ইনিংসে অতীতে প্রথম আট জনের মধ্যে পাঁচ ব্যাটারের শূন্য করার নজির আর এক বারই হয়েছে। ১৮৮৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে এই নজির রয়েছে অস্ট্রেলিয়ার।
৭) ভারত শেষ সাতটি উইকেট হারিয়েছে ১৫ রানে। এর আগে এর থেকে কম রানে এক বারই শেষ সাতটি উইকেট হারিয়েছে তারা। ২০১৭ সালে পুনেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
৮) সবচেয়ে বেশি শূন্যের তালিকায় বিরাট কোহলি ভারতীয়দের মধ্যে তিন নম্বরে। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৮ বার শূন্য করেছেন তিনি। কোহলির উপরে রয়েছেন জাহির খান (৪৩) এবং ইশান্ত শর্মা (৪০)। এখনকার ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি শূন্য রয়েছে কোহলির।
৯) ১২ বছর আগে শেষ বার জোরে বোলারেরাই ভারতের দশটি উইকেট নিয়েছিলন। সেটাও ছিল নিউ জ়িল্যান্ডের, এই বেঙ্গালুরুতেই।