Sanju Samson

সঞ্জু ‘অবাধ্য’ নন, ভুল বুঝতে পেরে ঢোঁক গিলল রাজ্য সংস্থা, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকবেন?

শিবিরে যোগ না দেওয়ায় তাঁকে কেরলের বিজয় হজারে ট্রফির দল থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছিল। সেই সঞ্জু স্যামসনকে নিয়ে নতুন তথ্য প্রকাশ্যে এল। জানা গিয়েছে, সঞ্জুর তরফে কোনও গাফিলতি ছিল না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৩:৩২
Share:

সঞ্জু স্যামসন। — ফাইল চিত্র।

শিবিরে যোগ না দেওয়ায় তাঁকে কেরলের বিজয় হজারে ট্রফির দল থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছিল। সেই সঞ্জু স্যামসনকে নিয়ে নতুন তথ্য প্রকাশ্যে এল। জানা গিয়েছে, সঞ্জুর তরফে কোনও গাফিলতি ছিল না। নির্বাচকেরাই তাঁকে নিতে চাননি। তাঁর পরিবর্তে তরুণদের সুযোগ দিতে চেয়েছিলেন।

Advertisement

সৈয়দ মুস্তাক আলিতে রাজ্য দলকে নেতৃত্ব দেওয়া ক্রিকেটার কী ভাবে বিজয় হজারে থেকে বাদ পড়তে পারেন তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। তবে এখন জানা গিয়েছে, বিজয় হজারের প্রস্তুতি শিবিরে থাকতে না পারার কথা সঞ্জু আগেই জানিয়েছিলেন কেরল সংস্থাকে। ই-মেল করেছিলেন ভারতের উইকেটকিপার। তবে সেই ই-মেল উপেক্ষা করেছেন নির্বাচকেরা।

কেরল ক্রিকেটের সচিব বিনোদ কুমার বলেছেন, “সঞ্জুর ই-মেল পেয়েছিলাম। তবে কোনও কারণ উল্লেখ করেনি ও। চোটের জন্য সচিন বেবিও ছিল না। দু’জন সিনিয়র ক্রিকেটারকে পাইনি আমরা। তাই তরুণদের সুযোগ দেওয়ার কথা ভেবেছিলাম। তত দিনে দলও তৈরি হয়ে গিয়েছিল। সঞ্জুর জন্য একজন তরুণকে বাদ দেওয়া সে সময়ে সম্ভব ছিল না।”

Advertisement

সঞ্জুকে এই সিদ্ধান্ত জানানোর পর তিনি অবাক হয়ে গিয়েছিলেন। তবে কোনও মন্তব্য করেননি। সঞ্জুকে ছাড়া কেরল গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায়।

কেরল ক্রিকেটের ভুল সঞ্জুর জাতীয় দলের অন্তর্ভুক্তিতে প্রভাব ফেলে কি না সেটাই দেখার। কারণ বিজয় হজারেতে না খেলার কারণে সঞ্জুকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়া হবে না বলে শোনা যাচ্ছে। তবে নতুন তথ্য প্রকাশ্যে আসার পর নির্বাচকেরা কী করেন সেটাই দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement