Virat Kohli

সচিনের একটি রেকর্ড ভাঙতে পারবেন না কোহলি, ভবিষ্যদ্বাণী জ্যোতিষীর

বেশ কিছু দিন ধরে কোহলি চেনা ফর্মে নেই। ২০২৩ সাল থেকে কোনও টেস্ট শতরান নেই কোহলির। অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাওস্কর ট্রফিতে তাঁর দিকে নজর থাকবে ক্রিকেট মহলের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১৪:২৮
Share:

(বাঁ দিকে) সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলি (ডান দিকে)। —ফাইল চিত্র।

সচিন তেন্ডুলকরের একটি রেকর্ড ভাঙতে পারবেন না বিরাট কোহলি। অক্ষত থেকে যাবে সচিনের নজির। যদিও কোহলির ক্রিকেটজীবনের অন্যতম সেরা সময় নাকি এখনও আসেনি। এমনই দাবি এক ক্রিকেটপ্রেমী জ্যোতিষীর।

Advertisement

টেস্ট ক্রিকেটে ৫১টি শতরান রয়েছে সচিনের। কোহলি এখনও পর্যন্ত ২৯টি টেস্ট শতরান করেছেন। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, সচিনের এই রেকর্ড ভাঙতে পারেন কোহলি। ক্রিকেটপ্রেমীদের অনেকেরও আশা তেমনই। কিন্তু গ্রিনস্টোন লোবো নামে এক জ্যোতিষী তেমন সম্ভাবনা দেখছেন না। লোবো বলেছেন, ‘‘কোহলির ক্রিকেটজীবনের অন্যতম সেরা সময় এখনও বাকি রয়েছে। আগামী দিনে আবার কোহলিকে চেনা ফর্মে দেখা যাবে। তার মানেই ও সচিনের সবচেয়ে বেশি টেস্ট শতরানের রেকর্ড ভেঙে দেবে, তা নয়। টেস্টে সচিনের শতরানের সংখ্যা ৫১। টেস্ট ক্রিকেটে শতরান করা কখনও সহজ নয়। কোহলির পক্ষে এই রেকর্ড ভাঙা বেশ কঠিন। তবে সুনীল গাওস্কর এবং রাহুল দ্রাবিড়ের টেস্ট শতরানকে টপকে যাবেন কোহলি।’’

তিনি আরও বলেছেন, ‘‘চরিত্র অনুযায়ী কোহলি রেকর্ড নিয়ে একে বারেই চিন্তিত নন। কোহলি সব ম্যাচ জেতার লক্ষ্য নিয়ে খেলেন। ভারতকে গর্বিত করতে চান সব সময়।’’ উল্লেখ্য, টেস্ট ক্রিকেটে গাওস্করের শতরানের সংখ্যা ৩৪টি। দ্রাবিড়ের ঝুলিতে রয়েছে ৩৬টি টেস্ট শতরান।

Advertisement

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে কোহলি চেনা ফর্মে ছিলেন না। তিনটি টেস্টে করেন মোট ৯৩ রান। ২০২৩ সাল থেকে কোনও টেস্ট শতরান নেই কোহলির। অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাওস্কর ট্রফিতে তাঁর দিকে নজর থাকবে ক্রিকেট মহলের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement