লিয়োনেল মেসি। ছবি: এএফপি।
দু’ম্যাচ পর গোল করলেন লিয়োনেল মেসি। তবু তাঁর ইন্টার মায়ামি মেজর লিগ সকার কাপের প্লেঅফ পর্বের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিল। সেমিফাইনালে উঠতে পারলেন না মেসিরা। আটলান্টা ইউনাইটেডের কাছে ২-৩ ব্যবধানে হেরে গেলেন মেসিরা।
প্রথম প্লেঅফে ১-০ ব্যবধানে জিতেছিল ইন্টার মায়ামি। দ্বিতীয় প্লেঅফে ১-২ ব্যবধানে হেরে যান মেসিরা। শনিবার তাই তৃতীয় প্লেঅফে মুখোমুখি হয় দু’দল। জেতার জন্য মরিয়া ইন্টার মায়ামির ফুটলারেরা প্রথম থেকেই আগ্রাসী ফুটবল খেলতে শুরু করেন। গুটিয়ে ছিলেন না আটলান্টা ইউনাইটেডের ফুটবলারেরাও। ১৭ মিনিটে মাতিয়াস রাজোসের গোলে এগিয়ে যায় মায়ামি। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। ১৯ এবং ২১ মিনিটে পর পর দু’গোল করে আটলান্টাকে এগিয়ে দেন জামাল থিয়ারে। ১-২ ব্যবধানে পিছিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করেন মেসিরা।
দ্বিতীয়ার্ধের খেলাও জমে ওঠে আক্রমণ, প্রতি আক্রমণে। ম্যাচে ফেরার লক্ষ্যে মায়ামি কোচ জেরার্ড মার্তিনো দ্বিতীয়ার্ধে একসঙ্গে তিনটি বদল করেন। তাতে মায়ামির খেলার গতিও বাড়ে। ৬৫ মিনিটে মার্সেলো ভাইগান্টের ক্রসে মাথা ছুঁইয়ে গোল করে দলকে সমতায় ফেরান আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক। এর পর ৭৬ মিনিটে আটলান্টার হয়ে জয়সূচক গোলটি করেন বার্তোজ় সিলজ়। শেষ দিকে ভুলে ভরা ফুটবল খেলার মাসুল দিতে হল মেসিদের। সেমিফাইনালে আটলান্টার প্রতিপক্ষ অরল্যান্ডো সিটি।