Winter in West Bengal

রাতের তাপমাত্রা কিছুটা নামলেও কয়েক দিন পরে ফের কমতে পারে শীত! বছর শুরুর সঙ্গী কুয়াশাও

বছরের শুরুর দিনেই রাজ্যের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। রাতের তাপমাত্রাও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে এই শীতের অনুভূতি কয়েক দিন পরেই আবার কমে যেতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৫
Share:

শীতের সকালে হালকা কুয়াশার চাদর গঙ্গার উপর। —ফাইল চিত্র।

নতুন বছরের প্রথম দিনে বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার চাদর দেখা যেতে পারে। বুধ-বৃহস্পতি দু’দিনই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। রাতের তাপমাত্রা কিছুটা কমলেও আপাতত জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে। মঙ্গলবার থেকেই রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। শুক্র-শনিবার পর্যন্ত দক্ষিণের প্রায় সব জেলাতেই তাপমাত্রা কিছুটা কমের দিকে থাকবে। তবে সপ্তাহের শেষের দিকে ফের শীত কমার সম্ভাবনা রয়েছে।

Advertisement

বুধবার সকালে উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। বৃহস্পতির সকালেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ, দুই দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিঙে। দক্ষিণের তুলনায় উত্তরবঙ্গে কুয়াশা তুলনামূলক ভাবে বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

হিমেল হাওয়ার কারণে মঙ্গলবার দক্ষিণের জেলাগুলিতে শীতের অনুভূতি বৃদ্ধি পেতে শুরু করেছে। পুরুলিয়ায় এ দিন ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে এসেছে তাপমাত্রা। রাতের দিকে কলকাতাতেও পারদ নেমে আসতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে এই শীতের অনুভূতি খুব বেশি দিন স্থায়ী হওয়ার সম্ভাবনা নেই। কারণ পর পর পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া আটকে রয়েছে। তাই রাতের তাপমাত্রা অল্প কমলেও এই সপ্তাহে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই। বরং সপ্তাহশেষে শীত কিছুটা কমতে পারে।

Advertisement

তবে আগামী দু-তিন দিন দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে সকালের দিকে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দুই বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে বেশি কুয়াশা থাকতে পারে। উত্তরের জেলাগুলিতে তুলনামূলক ভাবে বেশি থাকবে কুয়াশার চাদর। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরের কিছু অঞ্চলে ঘন কুয়াশার আস্তরণও দেখা যেতে পারে। উত্তরবঙ্গের কোথাও কোথাও ২০০ মিটারের নীচে নেমে আসতে পারে দৃশ্যমানতা। কোনও কোনও অঞ্চলে তা ৫০ মিটারেও নেমে আসার সম্ভাবনা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement