India Cricket

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শতরান, টেস্ট ক্রমতালিকায় প্রথম ১০-এ রোহিত, জায়গা যশস্বীর

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শতরান করে আইসিসি-র টেস্ট ক্রমতালিকায় প্রথম ১০-এ ঢুকে পড়েছেন রোহিত শর্মা। প্রথম টেস্টে শতরান করে ক্রমতালিকায় জায়গা করে নিয়েছেন যশস্বী জয়সওয়ালও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৩ ১৭:২৯
Share:

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম টেস্টে রোহিত শর্মা (বাঁ দিকে) ও যশস্বী জয়সওয়াল। ছবি: পিটিআই

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শতরান করে আইসিসি-র টেস্ট ক্রমতালিকায় প্রথম ১০-এ ঢুকে পড়লেন রোহিত শর্মা। নিজের অভিষেক টেস্টে শতরান করেছেন যশস্বী জয়সওয়ালও। তার ফলে টেস্ট ক্রমতালিকায় প্রথম জায়গা পেলেন ভারতের এই বাঁ হাতি ওপেনার।

Advertisement

ডমিনিকায় প্রথম টেস্টে ১০৩ রান করেছেন রোহিত। তার ফলে টেস্ট ক্রমতালিকায় ১৩ থেকে ১০ নম্বরে উঠেছেন ভারত অধিনায়ক। রোহিতের পয়েন্ট ৭৫১। এক লাফে ভারতের ঋষভ পন্থ ও বিরাট কোহলিকে টপকে গিয়েছেন তিনি। গত বছর ডিসেম্বর মাসে গাড়ি দুর্ঘটনায় চোট পাওয়ার পর থেকে আর খেলেননি পন্থ। তার পরেও ক্রমতালিকায় ১১ তম স্থানে রয়েছেন পন্থ। তাঁর পয়েন্ট ৭৫০। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ৭৬ রান করার পরেও ক্রমতালিকায় উন্নতি হয়নি বিরাট কোহলির। ৭১১ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে তিনি।

নিজের অভিষেক টেস্টে ১৭১ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন যশস্বী। প্রথমেই টেস্ট ক্রমতালিকায় ৭৩তম স্থানে তিনি। যশস্বীর পয়েন্ট ৪২০। ক্রমতালিকায় প্রথম বার জায়গা পাওয়ার নিরিখে ভাল জায়গায় রয়েছেন যশস্বী। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে রান পেলে তালিকায় আরও উন্নতি করতে পারবেন তিনি।

Advertisement

টেস্ট ক্রমতালিকার শীর্ষে কেন উইলিয়ামসন। নিউ জিল্যান্ডের প্রাক্তন অধিনায়কের পয়েন্ট ৮৮৩। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। তাঁর পয়েন্ট ৮৭৪। তৃতীয় স্থানে পাকিস্তানের বাবর আজ়ম। পাক অধিনায়কের পয়েন্ট ৮৫৫। চার নম্বরে ৮৫৫ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। পাঁচ নম্বরে অস্ট্রেলিয়ার আর এক ব্যাটার মার্নাশ লাবুশেন। তাঁর পয়েন্ট ৮৪৯। প্রথম ১০-এ রোহিত ছাড়া ভারতের আর কোনও ব্যাটার নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement