Income Tax Return

জমা করেননি আয়কর রিটার্ন? বর্ষশেষে ভুল শোধরানোর সুযোগ দিচ্ছে সরকার

চলতি আর্থিক বছরের (২০২৪-’২৫) আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত দিয়েছে কেন্দ্র। ওই তারিখের মধ্যে সংশোধিত রিটার্নও জমা করতে পারবেন করদাতারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৫:০৭
Share:

—প্রতীকী ছবি।

৩১ ডিসেম্বরই ফুরোচ্ছে সময়সীমা। ওই তারিখের মধ্যে জমা করতে হবে ২০২৪-’২৫ মূল্যায়ন বছরের বিলম্বিত ও সংশোধিত আয়কর রিটার্ন। বিভিন্ন শ্রেণির করদাতারা আয়কর রিটার্নের নথি জমা দেওয়ার জন্য আলাদা আলাদা সময় পেয়ে থাকেন। কিন্তু বিলম্বিত এবং সংশোধিত রিটার্ন জমা করা যাবে এ মাসের ৩১ তারিখ পর্যন্ত। চলতি আর্থিক বছরে (২০২৪-’২৫) এই সময়সীমা আর বাড়াবে না আয়কর দফতর।

Advertisement

করদাতাদের একাংশ অনেক সময়ে নির্দিষ্ট তারিখের মধ্যে আয়কর রিটার্ন জমা করেন না বা করতে পারেন না। তাঁদেরকেই বিলম্বিত আয়কর রিটার্ন জমা করার সুযোগ দিয়ে থাকে সরকার। আবার আয়কর রিটার্নে জমা দেওয়া তথ্যে ভুল থাকলে সেগুলি সংশোধন করে ফের জমা করতে হয়। একেই সংশোধিত রিটার্ন বলে থাকে আয়কর দফতর।

প্রতি বছর বেতনভোগী এবং প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ধার্য থাকে ৩১ জুলাই। এর পর রিটার্ন জমা করলে আয়কর আইনের ১৩৯(৪) নম্বর ধারা অনুযায়ী দিতে হয় জরিমানা। কর বকেয়া থাকলে জরিমানার পরিমাণ দাঁড়াবে পাঁচ হাজার টাকা। কিন্তু কর বকেয়া না থাকলে জরিমানার ক্ষেত্রে তারতম্য রয়েছে।

Advertisement

রিটার্ন জমা দেওয়া ব্যক্তির আয় করযোগ্য হলে এবং তার পরিমাণ একটি নির্দিষ্ট অঙ্কের নীচে হলে হাজার টাকা জরিমানা প্রযোজ্য হবে। আবার সংশ্লিষ্ট ব্যক্তির বার্ষিক আয় তিন লক্ষ টাকার মৌলিক ছাড়ের চেয়ে কম হলে, দেরিতে রিটার্ন দাখিল করলেও কোনও জরিমানা দিতে হবে না।

২০২৩-’২৪ আর্থিক বছরের বিলম্বতি আয়কর রিটার্ন জমা করার ক্ষেত্রে পূর্ববর্তী বছরের কর জমা দেওয়ার নিয়মের সুবিধা পাবেন না সংশ্লিষ্ট করদাতা। নতুন কর কাঠামোর নিয়মেই তাঁকে এই রিটার্ন এবং বকেয়া কর জমা করতে হবে। কর ছাড়ের নিয়মের ক্ষেত্রে কোনও পরিবর্তন হবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement