ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বড়দিনে মনের মানুষকে উপহার দিয়ে আনন্দ দিতে কে না চান? কিন্তু সেই মনের মানুষই যদি মন ভেঙে দেন? সন্তানের ডিএনএ পরীক্ষার করানোর পর হতভম্ব হয়ে গিয়েছিলেন তরুণ। তাঁর স্ত্রী যে তাঁকে এ ভাবে ঠকাবেন তা কল্পনাও করতে পারেননি তিনি। তাই বড়দিনে স্ত্রীকে বিশেষ ‘উপহার’ দিয়ে চমকে দিলেন তরুণ। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘অম্বর’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, বড়দিন উপলক্ষে রঙিন কাগজে মুড়ে স্ত্রীকে উপহার দিচ্ছেন তরুণী। রঙিন মোড়কের আড়ালে কী উপহার রয়েছে তা দেখার জন্য কৌতূহলী হয়ে পড়েছেন তাঁর স্ত্রী। মোড়ক খুলতেই একটি বাক্স বার করলেন তরুণী। তিনি ভাবলেন, ভালবেসে তাঁর স্বামী তাঁকে দারুণ কোনও উপহার দিয়েছেন। তর সইছিল না তরুণীর। তাড়াতাড়ি বাক্স খুলে ফেললেন তিনি।
বাক্স খুলেই দেখলেন সেখান থেকে বেরিয়ে পড়ছে একের পর এক কাগজ। ভাল করে লক্ষ করে দেখলেন, সেই কাগজ আসলে তাঁদের সন্তানের ডিএনএ পরীক্ষার ফলাফল। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন তাঁর স্বামী। জানালেন, তাঁদের সন্তানের পিতা তিনি নন, অন্য কেউ। সন্তানের ডিএনএ পরীক্ষা করে এমনটাই জানতে পেরেছেন তিনি। শুধু তাই নয়, তাঁকে এ ভাবে ঠকানোর জন্য স্ত্রীকে বিচ্ছেদও দিতে চেয়েছেন তিনি। ‘উপহার’ হিসাবে বিবাহবিচ্ছেদ চেয়ে বসলেন তরুণ। সইসাবুদ করার জন্য হাজির করলেন প্রয়োজনীয় নথিও। সব দেখে অবাক হয়ে যান তরুণের স্ত্রী। সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি।
ঘটনাটি কোথাকার সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে অধিকাংশ নেটাগরিকদের কাছে কটাক্ষের শিকার হয়েছেন তরুণী। স্বামীকে তিনি কেন ঠকিয়েছেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।