Saif Ali Khan

করিনাকে বিয়ের ঠিক আগে প্রাক্তন স্ত্রীকে চিঠি লিখেছিলেন সইফ! কী বলেছিলেন কন্যা সারা?

সইফের কথায়, “করিনার সঙ্গে বিয়ের আগে, কেন জানি না অমৃতাকে চিঠি লিখেছিলাম আমি।” কী ছিল সেই চিঠিতে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৪:৫৮
Share:

করিনার সঙ্গে বিয়ের আগে প্রাক্তনকে চিঠি সইফের, জবাব সারার। ছবি: সংগৃহীত।

অমৃতা সিংহের সঙ্গে তাঁর ১৩ বছরের দাম্পত্য। তাঁদের দুই সন্তান সারা ও ইব্রাহিম। বিচ্ছেদের ৮ বছর পর করিনা কপূরকে বিয়ে করেন সইফ আলি খান। কিন্তু দ্বিতীয় বিয়ের আগে প্রাক্তন স্ত্রীকে হাতে লেখা বিশেষ চিঠি পাঠিয়েছিলেন নবাবপুত্র।

Advertisement

প্রাক্তন স্ত্রীর সঙ্গে অতীতের যে সংসার, তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছিলেন। পাশাপাশি আগামী জীবনের শুভেচ্ছাও জানিয়েছিলেন। একদা ‘কফি উইথ কর্ণ’ অনুষ্ঠানে কর্ণ জোহরকে এ কথা জানিয়েছিলেন খোদ সইফ। তাঁর কথায়, “করিনার সঙ্গে বিয়ের আগে, কেন জানি না অমৃতাকে চিঠি লিখেছিলাম আমি। বলেছিলাম, আমার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি। তোমার সঙ্গে আমার অতীতে সংসার ছিল…আরও অনেক কিছু।” এর পর কন্যা সারার থেকে ফোন পান সইফ। বাবাকে সারা বলেছিলেন, “তুমি জানো আমি এমনিই যেতাম তোমার বিয়েতে। কিন্তু এ বার আমি হৃদয়ে আনন্দ নিয়ে যাব।”

‘কফি উইথ কর্ণ’ অনুষ্ঠানের সেই পর্বে সইফের সঙ্গে ছিলেন সারাও। বাবার সঙ্গে তিনিও ডুব দিলেন স্মৃতির অতলে। জানালেন, সইফের দ্বিতীয় বিয়ের জন্য মা তাঁকে নিজের হাতে সাজিয়ে দিয়েছিলেন। “আমাকে এটা বলতেই হচ্ছে যে, আমার মা আমার বাবার দ্বিতীয় বিয়ের অনুষ্ঠানের জন্য আমাকে সাজিয়ে দিয়েছিলেন।” উল্লেখ্য, বর্তমানে সইফ-করিনার দুই সন্তান, তৈমুর ও জাহাঙ্গীর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement