রোহিত শর্মা। —ফাইল চিত্র।
ইনিংস হার এড়াতে পারলেও লজ্জা এড়াতে পারলেন না রোহিত শর্মারা। নীতীশ কুমার রেড্ডির ৪২ রানের ইনিংসের সুবাদে অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য ১৯ রানের লক্ষ্য রাখে ভারত। কোনও উইকেট না হারিয়েই সেই রান তুলল অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে আটটি দিন-রাতের টেস্ট খেলে আটটিতেই জিতলেন প্যাট কামিন্সেরা। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৭৫ রানে। সব মিলিয়ে অ্যাডিলেডে খেলা হল ১৭১.২ ওভার। দিনে ৯০ ওভার করে ধরলে পুরো দু’দিনও খেলা হয়নি। এই ম্যাচই ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে সবচেয়ে কম সময় শেষ হওয়া টেস্ট।
দ্বিতীয় দিনের খেলার শেষেই ভারতের হার এক রকম নিশ্চিত হয়ে গিয়েছিল। রোহিতদের হাতে ছিল ৫ উইকেট। ইনিংস হার বাঁচাতে দরকার ছিল ২৯ রান। সেই রান করে দিলেন নীতীশ। কিন্তু অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো জায়গায় দলকে পৌঁছে দিতে পারলেন না নিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামা তরুণ অলরাউন্ডার। ১৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া সহজেই লক্ষ্যে পৌঁছল। দুই ওপেনার উসমান খোয়াজা এবং নাথাম ম্যাকসুইনিকে কোনও সমস্যায় ফেলতে পারেননি ভারতীয় বোলারেরা। খোয়াজা ৯ এবং ম্যাকসুইনি ১০ রান করে অপরাজিত থাকলেন।
দিনের প্রথম ওভারেই ঋষভ পন্থ (২৮) আউট হয়ে যাওয়ায় রোহিতদের কাজ কঠিন হয়ে যায়। তার পর নীতীশই ২২ গজের এক দিক আগলে রেখে দলের ইনিংস টানার কিছুটা চেষ্টা করলেন। তাঁর লড়াকু ৪২ রানের ইনিংসে রয়েছে ৬টি চার এবং ১টি ছয়। কিন্তু পিচের অন্য প্রান্ত থেকে সাহায্য পেলেন না। রবিচন্দ্রন অশ্বিন (৭), হর্ষিত রানা (শূন্য), মহম্মদ সিরাজ (৭) বা যশপ্রীত বুমরার (অপরাজিত ২) কেউই কঠিন সময় ব্যাট হাতে দায়িত্ব নিতে পারলেন না। একটু অচেনা পরিবেশ বা পরিস্থিতিতে কী ভাবে লড়াই করতে হয়, তা এখনও আয়ত্ত করতে পারেননি রোহিত, বিরাট কোহলিরা। সিনিয়র ক্রিকেটারদের আরও দায়িত্ব নিয়ে খেলা উচিত। গোটা ম্যাচেই গোলাপি বলে যথেষ্ট দক্ষতা দেখাতে পারলেন না ভারতের ব্যাটার এবং বোলারেরা। পারফরম্যান্স করা উচিত, অন্তত বিদেশের মাঠে তো বটেই। না হলে অভিজ্ঞতা মূল্যহীন হয়ে যায়।
অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণকে দ্বিতীয় ইনিংসে নেতৃত্ব দিলেন অধিনায়ক কামিন্স। ৫৭ রানে ৫ উইকেট তাঁর। ৬০ রান দিয়ে ২ উইকেট মিচেল স্টার্কের। স্কট বোল্যান্ডের ৩ উইকেট ৫১ রানে। অ্যাডিলেড টেস্টের পর পাঁচ ম্যাচের সিরিজ় এখন ১-১। আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে দু’দলের তৃতীয় টেস্ট।