Devajit Saikia

ভারতীয় ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত সচিব হলেন দেবজিৎ সাইকিয়া, জয়ের শূন্যপদে নিয়োগ বিন্নীর

দেবজিৎ বিসিসিআইয়ের যুগ্ম সচিবের পদে ছিলেন। জয় শাহ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হওয়ায় বিসিসিআই সচিবের পদ খালি হয়েছিল। সেই দায়িত্ব পেলেন দেবজিৎ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ ১০:৩০
Share:

দেবজিৎ সাইকিয়া। ছবি: এক্স (টুইটার)।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন সচিব হলেন অসমের ক্রিকেট কর্তা দেবজিৎ সাইকিয়া। দেবজিৎ বিসিসিআইয়ের যুগ্ম সচিবের পদে ছিলেন। জয় শাহ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হওয়ায় বিসিসিআই সচিবের পদ খালি হয়েছিল। সেই দায়িত্ব পেলেন দেবজিৎ।

Advertisement

বোর্ড সভাপতি রজার বিন্নী তাঁর সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সচিব হিসাবে দেবজিৎকে নিয়োগ করেছেন। সংবিধানের সাতের এক (ডি) ধারা ব্যবহার করে তাঁকে সচিব হিসাবে কাজ চালানোর ক্ষমতা দিয়েছেন। প্রাক্তন ক্রিকেটার দেবজিৎ দীর্ঘ দিন ধরে ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত। বোর্ডের বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের সেপ্টেম্বরে। তার পর আবার নির্বাচন হবে। সেই পর্যন্ত সচিবের দায়িত্ব পালন করবেন দেবজিৎ। তবে তাঁর পুনর্নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে। উল্লেখ্য, ২০২২ সালে বোর্ডের যে নতুন সংবিধান তৈরি হয়েছে, তাতে সচিবকেই প্রায় যাবতীয় ক্ষমতা দেওয়া হয়েছে।

বোর্ডের সংবিধান অনুযায়ী, কোনও পদ নির্দিষ্ট সময়ের আগে খালি হলে কোনও সদস্যকে সেই শূন্য পদের দায়িত্ব দিতে পারেন সভাপতি। সংস্থার কাজ মসৃণ ভাবে পরিচালনার জন্য এই পদক্ষেপ করতে পারেন সভাপতি। দেবজিৎকে বোর্ডের ভারপ্রাপ্ত সচিব হিসাবে নিয়োগ করে বিন্নী জানিয়েছেন, বোর্ড স্থায়ী সচিব না পাওয়া পর্যন্ত দেবজিৎ কাজ চালাবেন। তাঁর আশা, দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন দেবজিৎ। অসমের ক্রিকেট কর্তা ছাড়াও বোর্ড সচিব হওয়ার দৌড়ে ছিলেন গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অনিল পটেলও। শেষ পর্যন্ত বোর্ডে কাজের অভিজ্ঞতার ভিত্তিতে দেবজিৎকেই বেছে নেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement