বরুণ অ্যারন। — ফাইল চিত্র।
এক সময় ভারতের দ্রুততম বোলার ছিলেন তিনিই। ঘণ্টায় ১৫০ কিলোমিটারের উপরে একটানা বল করে যেতে পারতেন। খেলেছেন জাতীয় দলের হয়েও। তবে গোটা কেরিয়ারেই ভুগিয়েছে চোট-আঘাত। ভারতীয় দলের সেই বোলার বরুণ অ্যারন সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন শুক্রবার। সমাজমাধ্যমে একটি পোস্টে সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
২০২৩-২৪ মরসুমের ঘরোয়া ক্রিকেট শেষ হওয়ার পর লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন বরুণ। আর শুক্রবার ঝাড়খণ্ড বিজয় হজারে ট্রফি থেকে বিদায় নেওয়ার পর সীমিত ওভারের ক্রিকেট থেকেও সরে গেলেন তিনি। এ বারের প্রতিযোগিতায় চারটি ম্যাচ খেলে তিনটি উইকেট নিয়েছেন তিনি।
এ দিন বরুণ লিখেছেন, “গত ২০ বছর ধরে জোরে বোলিংয়ের জন্যই বেঁচেছি, নিঃশ্বাস নিয়েছি এবং এগিয়ে গিয়েছি। আজ আনুষ্ঠানিক ভাবে প্রতিনিধিত্বমূলক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। ক্রিকেটকেই গোটা জীবন দিয়েছি। এ বার জীবনের ছোট ছোট আনন্দগুলোকে উপভোগ করতে চাই। পাশাপাশি ক্রিকেটের সঙ্গেও যুক্ত থাকতে চাই। জোরে বোলিং বরাবরই আনার প্রথম প্রেম।”
২০১০-১১ সালের বিজয় হজারে ট্রফিতে ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে বল করে নজরে এসেছিলেন বরুণ। তবে পিঠের চোট সারা জীবন ভুগিয়েছে তাঁকে। দেশের হয়ে ন’টি করে টেস্ট এবং এক দিনের ম্যাচ খেলেছেন। শেষ টেস্ট খেলেছিলেন ২০১৫ সালে।
লিস্ট এ ক্রিকেটে ৮৮টি ম্যাচে ১৪১টি উইকেট নিয়েছেন। ৯৫টি টি-টোয়েন্টিতে রয়েছে ৯৩টি উইকেট। ২০১১ থেকে ২০২২-এর মধ্যে নয় মরসুম আইপিএল খেলেছেন। কলকাতা-সহ সাতটি দলের হয়ে আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে।