মহম্মদ সিরাজ। —ফাইল চিত্র।
ট্র্যাভিস হেড-মহম্মদ সিরাজ দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করলেন ভারতের জোরে বোলার। তাঁর অভিযোগ, সাংবাদিকদের অসত্য বলেছেন অস্ট্রেলিয়ার ব্যাটার। অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিন সিরাজের বলে হেড আউট হওয়ার পর দু’জনে বাক্যুদ্ধে জড়িয়ে ছিলেন।
শনিবার খেলার শেষে হেড বলেছিলেন, তিনি সিরাজকে খারাপ কিছু বলেননি। কিন্তু সিরাজ তা বুঝতে পারেননি। হেড বলেন, “আমি ওকে বলি, ভাল বল করেছ। কিন্তু সিরাজ ভাবে আমি খারাপ কিছু বলেছি। তা-ও সিরাজ ও রকম অঙ্গভঙ্গি করে। আমিও পাল্টা জবাব দিয়েছি। ও যেটা করেছে সেটা আমার খারাপ লেগেছে। তবে ও যদি ভাবে এ ভাবেই খেলবে, তা হলে আমার কোনও সমস্যা নেই।”
অসি ব্যাটারের এই বক্তব্যের বিরোধিতা করেছেন সিরাজ। তৃতীয় দিনের খেলা শুরুর আগে হরভজন সিংহকে সিরাজ বলেছেন, ‘‘হেড আমাকে কখনওই বলেনি, ‘ভাল বল করেছ।’ সাংবাদিক বৈঠকে হেড যা বলেছে, তা সত্যি নয়। আমি অসম্মানজনক কোনও মন্তব্য করিনি। উইকেট পেয়ে উৎসব করছিলাম। আমরা পরস্পরকে সম্মান করি। তার মানে এই নয় প্রতিপক্ষের সব কিছু মেনে নিতে হবে। ক্রিকেট খেলাটা ভদ্র লোকের। ওর মন্তব্য আমার ভাল লাগেনি। আমরা ইতিবাচক মানসিকতা নিয়েই খেলছি।’’
হেডকে আউট করার পর সিরাজের অঙ্গভঙ্গি ভাল ভাবে নেননি অ্যাডিলেডের সমর্থকেরা। তাঁর পরের বলগুলিতে তাঁকে বিদ্রুপ করেন তাঁরা। সিরাজ যখন বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন তখনও তাঁকে বিদ্রুপ করেন সমর্থকেরা। সিরাজের সমালোচনা করেছিলেন ধারাভাষ্যকারেরাও।