Ravichandran Aswin

Ravichandran Ashwin: তাঁকে যে দরকার, নেমেই বুঝিয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন

অশ্বিনকে খেলানোর কথা বলেছিলেন সুনীল গাওস্কর। পাকিস্তান বা নিউজিল্যান্ডের বিরুদ্ধে বরুণ চক্রবর্তী সাফল্য পাননি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২১ ২৩:৪০
Share:

সফল অশ্বিন। ছবি: পিটিআই

আফগানিস্তানের বিরুদ্ধে হয়তো খেলতেই নামা হত না রবিচন্দ্রন অশ্বিনের। চোটের কারণে বুধবার খেলতে পারেননি বরুণ চক্রবর্তী। সেই জায়গায় দলে নেওয়া হয় অভিজ্ঞ স্পিনারকে। বহু বছর পর টি২০ ক্রিকেটে দেখা মিলল অশ্বিন-জাডেজা জুটিও।

২০১৬ সালে শেষ বার ভারতের হয়ে টি২০ ক্রিকেট উইকেট পেয়েছিলেন অশ্বিন। পাঁচ বছর পর ফের ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে উইকেট পেলেন তিনি। মন জিতে নিলেন সমর্থকদের। মাঠে তাঁর নামে জয়ধ্বনি শোনা গেল বার বার। ৪ ওভারে ১৪ রান দিয়ে দুই উইকেট নিলেন অশ্বিন। বলের রং পাল্টালেও তিনি যে ভয়ঙ্কর তা বুঝিয়ে দিলেন বুধবার।

Advertisement

অশ্বিনকে খেলানোর কথা বলেছিলেন সুনীল গাওস্কর। পাকিস্তান বা নিউজিল্যান্ডের বিরুদ্ধে বরুণ চক্রবর্তী সাফল্য পাননি। অশ্বিন নামলে খেলা অন্য রকম হতে পারত বলে মত অনেকের। বুধবার সেটাই যেন প্রমাণ করলেন অশ্বিন। আফগানিস্তানের ব্যাটাররা বুঝতেই পারছিলেন তাঁর স্পিনের কারিকুরি। রশিদ খানকে যখন রোহিত শর্মারা একাধিক বার মাঠের বাইরে ফেললেন, অশ্বিনকে তখন কোনও বাউন্ডারিই মারতে পারেননি আফগানিস্তানের ব্যাটাররা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement