রোহিত শর্মা। —ফাইল চিত্র।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে রোহিত শর্মাদের জিততেই হবে সিডনি টেস্টে। মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে হারের পর থেকে ভারতীয় শিবিরের নানা অস্বস্তির কথা প্রকাশ্যে এসেছে। রোহিত শর্মাদের উদ্বেগ বৃদ্ধি করতে পারে সিডনির আবহাওয়াও।
ব্রিসবেনের মতো বৃষ্টির ভ্রুকুটি সিডনিতেও। অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর জানিয়েছে, ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টেস্ট চলাকালীন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিডনিতে। আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, টেস্ট ম্যাচের পাঁচ দিন সিডনির তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৯ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
পূর্বাভাসে বলা হয়েছে, খেলা শুরুর দিন অর্থাৎ আগামী ৩ জানুয়ারি, শুক্রবার সিডনির আকাশ থাকবে মূলত পরিষ্কার। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ২৪ এবং ২০ ডিগ্রি সেলসিয়াস। ম্যাচের দ্বিতীয় দিন শনিবার, ৪ জানুয়ারি সিডনির আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩০ এবং ২১ ডিগ্রি সেলসিয়াস। ম্যাচের তৃতীয় দিন রবিবার, ৫ জানুয়ারি সিডনির আকাশে মেঘের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। সে দিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৪ এবং ২২ ডিগ্রি সেলসিয়াস। বিকালের পর হালকা বৃষ্টি হতে পারে। ম্যাচের চতুর্থ দিন সোমবার, ৬ জানুয়ারিও মেঘাচ্ছন্ন থাকবে সিডনির আকাশ। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৪ এবং ২২ ডিগ্রি সেলসিয়াস। বিকালের দিকে বৃষ্টি হতে পারে সোমবারও। ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়ের শেষ দিন আগামী মঙ্গলবার ৭ জানুয়ারি মেঘে ঢাকা থাকবে সিডনি। সকালের দিকে বৃষ্টি না হলেও দুপুরের পর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সে দিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ২৬ এবং ১৯ ডিগ্রি সেলসিয়াস। শেষ দিন খেলা বিঘ্নিত হওয়ার আশঙ্কাও রয়েছে। ম্যাচের পাঁচ দিনই সিডনিতে হাওয়ার গতিবেগ থাকবে বেশি। প্রথম চার দিন হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ২০ থেকে ২৪ কিলোমিটার। শেষ দিন তা বৃদ্ধি পেয়ে হতে পারে ঘণ্টায় ৩২ কিলোমিটার। বইতে পারে ঝোড়ো হাওয়া।
সিডনির পিচ সাধারণত অনেকটা ভারতীয় উপমহাদেশের মতো হয়। এই পিচে কিছুটা সুবিধা পেতে পারে ভারতীয় দল। কিন্তু বৃষ্টি হলে সিডনির আবহাওয়া পরিবর্তন হবে। সে ক্ষেত্রে সুবিধা পাবেন জোরে বোলারেরাও। যা সুবিধা করে দিতে পারে প্যাট কামিন্সদেরও। তা ছাড়া শেষ দিন খেলার সময় নষ্ট হলে, তা আর পুষিয়ে দেওয়া সম্ভব হবে না।