গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।
নতুন বিতর্ক ভারতীয় দলে। অস্ট্রেলিয়ায় রোহিত শর্মাদের সঙ্গে এমন এক জন রয়েছেন, যিনি ভারতীয় দলের অংশই নন। অথচ বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম থেকেই তিনি রয়েছেন দলের সঙ্গে। অস্ট্রেলিয়ার স্টেডিয়ামগুলিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতিনিধিদের জন্য সংরক্ষিত আসনেও দেখা যাচ্ছে তাঁকে।
নতুন বিতর্কের কেন্দ্রে গৌতম গম্ভীরের এক সহকারী কোচ। তিনি নিজের ব্যক্তিগত সহযোগীকে নিয়ে অস্ট্রেলিয়ায় গিয়েছেন। দলের সঙ্গে সঙ্গে ঘুরছেনও সেই ব্যক্তিগত সহযোগীও। বিসিসিআইয়ের অনুমতি না নিয়েই ভারতীয় দলের সহকারী কোচ নিজের ব্যক্তিগত সহযোগীকে নিয়ে গিয়েছেন বলে সূত্রের খবর। এই ঘটনায় ক্ষুব্ধ বোর্ড কর্তারা। আইপিএলের সময়ও ওই ব্যক্তিগত সহযোগীকে একটি দলের সঙ্গে নিয়মিত দেখা যেত। আইপিএল দলের অংশ না হয়েও তিনি সেই দলের জার্সি পরে ঘুরতেন। খেলা শেষ হওয়ার পর মাঠে ভিতরেও তাঁকে দেখা গিয়েছে কয়েক বার। তখন বিষয়টি সংশ্লিষ্ট দলের উপরেই ছেড়ে দিয়েছিলেন বোর্ড কর্তারা। এ বার পরিস্থিতি অন্য। ভারতীয় দলের সহকারী কোচের ব্যক্তিগত সহযোগী কী ভাবে এবং কেন রোহিতদের সঙ্গে সর্বত্র যাচ্ছেন এবং বিসিসিআইয়ের প্রতিনিধিদের জন্য বরাদ্দ সুবিধা ব্যবহার করছেন, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। বোর্ড সূত্রে খবর, এ ব্যাপারে সংশ্লিষ্ট সহকারী কোচের ব্যাখ্যা চাওয়া হতে পারে। সংশ্লিষ্ট সহকারী কোচের নাম অবশ্য প্রকাশ্যে আসেনি।
মেলবোর্নে হারের পর থেকে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে রোহিতদের সাজঘরের পরিবেশ নিয়ে। কোচ গম্ভীর একাধিক সিনিয়র ক্রিকেটারের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছেন বলে জানা গিয়েছে। গম্ভীরের কোচিংয়ের ধরন এবং পরিকল্পনা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই সঙ্গে যোগ হল গম্ভীরের সহকারী কোচের ভূমিকা। দলের অংশ নন এমন এক জনকে গম্ভীর কী ভাবে ক্রিকেটারদের কাছাকাছি থাকার অনুমতি দিচ্ছেন, তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।