যুবরাজ সিংহ। —ফাইল চিত্র
কয়েক দিন আগে এশিয়া কাপে নেপালের ব্যাটার দীপেন্দ্র ঐরি ভেঙে দিয়েছিলেন যুবরাজ সিংহের ১২ বলে অর্ধশতরানের রেকর্ড। ৯ বলে ৫০ রান করেছিলেন তিনি। আরও এক বার সেই রেকর্ড ভাঙল। এ বার ভাঙলেন এক ভারতীয়। আশুতোষ শর্মা। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় এই রেকর্ড গড়েছেন তিনি।
মঙ্গলবার অরুণাচল প্রদেশের বিরুদ্ধে রেলওয়েজের হয়ে মাত্র ১১ বলে অর্ধশতরান করেন আশুতোষ। ১টি চার ও ৮টি ছক্কা মারেন তিনি। শেষ পর্যন্ত ১২ বলে ৫৩ রান করে আউট হন আশুতোষ। ভারতের হয়ে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ১২ বলে অর্ধশতরান করেছিলেন যুবরাজ। সেই ম্যাচেই ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ছ’টি ছক্কা মেরেছিলেন যুবরাজ। সেই নজির অবশ্য গড়তে পারেননি আশুতোষ। তবে ভারতীয়দের মধ্যে সব থেকে দ্রুত অর্ধশতরান করলেন তিনি।
একই ম্যাচে উপেন্দ্র যাদব ৫১ বলে ১০৩ রান করেন। ২০ ওভারে ৫ উইকেটে ২৪৬ রান করে রেলওয়েজ। জবাবে ব্যাট করতে নেমে ১১৯ রানে অল আউট হয়ে যায় অরুণাচল প্রদেশ। ১২৭ রানে ম্যাচ জেতে রেলওয়েজ।
২৫ বছরের আশুতোষ আগে মধ্যপ্রদেশের হয়ে খেলতেন। ২০১৯ সালে রাজস্থানের বিরুদ্ধে মাত্র একটি লিস্ট এ ম্যাচ খেলেন তিনি। সুযোগ না পাওয়ায় ২০২৩-২৪ সালে মধ্যপ্রদেশ থেকে রেলওয়েজে আসেন তিনি। রেলওয়েজের হয়ে ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আশুতোষ। করেছেন ২৮৯ রান। ৩২.৫০ গড়ে রান করেছেন তিনি।