বিরাট কোহলি (বাঁ দিকে) ও ক্রিস গেল। —ফাইল চিত্র
ভারতের মাটিতে টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড গড়ল পঞ্জাব। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে রাঁচীর মাঠে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৫ রান করল তারা। ভারতের মাটিতে টি-টোয়েন্টিতে এটি এক ইনিংসে সর্বাধিক রান। ভেঙে গেল বিরাট কোহলি, ক্রিস গেলদের ১০ বছর আগের নজির।
২০১৩ সালে আইপিএলে পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ২০ ওভারে ৫ উইকেটে ২৬৩ রান করেছিল আরসিবি। একাই ৬৬ বলে ১৭৫ রান করেছিলেন গেল। এবি ডিভিলিয়ার্স ৮ বলে ৩১ রান করেছিলেন। এত দিন সেটিই ছিল ভারতের মাটিতে কোনও ভারতীয় দলের করা সর্বাধিক রান। মঙ্গলবার সেই রেকর্ড ভেঙে গেল।
ভারতের ঘরোয়া ক্রিকেটে এত দিন এক ইনিংসে সর্বাধিক রানের রেকর্ড ছিল মুম্বইয়ের দখলে। ২০১৯ সালে সিকিমের বিরুদ্ধে ইন্দোরে ২৫৮ রান করেছিল তারা। সেই রেকর্ড ভেঙে গেল। আবার ২০১৭ সালের শ্রীলঙ্কার বিরুদ্ধে ইন্দোরেই ৫ উইকেটে ২৬০ রান করেছিল ভারত। সেই রেকর্ডও ভেঙে গিয়েছে এই ম্যাচে।
পঞ্জাবের হয়ে অন্ধ্রের বিরুদ্ধে শতরান করেন অভিষেক শর্মা। ৫১ বলে ১১২ রান করেন তিনি। অনমোলপ্রীত সিংহ ২৬ বলে ৮৭ রান করেন। মূলত এই দু’জনের ব্যাটেই বড় রান করে পঞ্জাব। অন্ধ্রপ্রদেশের কোনও বোলারই ওভারে ১০ রানের কম দেননি। জবাবে ৭ উইকেটে ১৭০ রানে শেষ হয় অন্ধ্রের ইনিংস। ৫২ বলে ১০৪ রান করেন রিকি ভুঁই। তাতে অবশ্য কোনও লাভ হয়নি। ১০৫ রানে ম্যাচ জেতে পঞ্জাব।