বিরাট কোহলি। —ফাইল চিত্র।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এ বার ফাফ ডু’প্লেসিকে রাখেনি। অর্থাৎ, নতুন অধিনায়ক পেতে চলেছে দল। আবার কি বিরাট কোহলিই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হবেন? এখনও কিছু জানায়নি তারা। তার আগেই কোহলির নাম জানিয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। জাতীয় দলে কোহলির সতীর্থ জানালেন, বিরাটকেই আবার অধিনায়ক করবে বেঙ্গালুরু।
এখন বর্ডার-গাওস্কর ট্রফি খেলতে অস্ট্রেলিয়ায় রয়েছেন কোহলি ও অশ্বিন। সেখানেই একটি ইউটিউব ভিডিয়োয় অশ্বিন বলেন, “আমার মনে হয় কোহলিই আবার অধিনায়ক হবে। কারণ, নিলামে ওরা কোনও অধিনায়ক নেওয়ার চেষ্টা করেনি। যদি অন্য কাউকে অধিনায়ক করার পরিকল্পনা থাকত তা হলে সে রকম কোনও বড় নাম ওরা নিলামে নিত। তাই কোহলি ছাড়া আর কাউকে দেখছি না যে বেঙ্গালুরুর অধিনায়ক হতে পারে।”
একই কথা শোনা গিয়েছে আইপিএলে কোহলির সঙ্গে দীর্ঘ সময় খেলা এবি ডি’ভিলিয়ার্সের মুখেও। তিনি বলেন, “এখনও বেঙ্গালুরু কারও নাম ঘোষণা করেনি। কিন্তু কোহলি ছাড়া কেউ ওদের হাতে নেই। কোহলিই এ বার অধিনায়ক হবে।”
এ বারের নিলামের আগে মাত্র তিন জনকে ধরে রেখেছিল বেঙ্গালুরু। সেই তালিকায় ছিলেন কোহলি। তাঁকে ২১ কোটি টাকা দিয়ে রেখেছিল বেঙ্গালুরু। তখনই জল্পনা শুরু হয়েছিল যে কোহলিকেই নতুন অধিনায়ক করা হবে। ঘনিষ্ঠ মহলে কোহলি জানিয়েছিলেন, তিনি আবার নেতৃত্বের দায়িত্ব নিতে রাজি। এখন দেখার, বেঙ্গালুরু সরকারি ভাবে কখন অধিনায়কের নাম ঘোষণা করে।