BGT 2024-25

চোট-আতঙ্ক অসি শিবিরে, সতীর্থের ছোড়া বলে আহত হয়ে অনুশীলন ছাড়লেন স্মিথ

অস্ট্রেলিয়া শিবিরে আবার চোট-আতঙ্ক। অনুশীলনের সময় সতীর্থের ছোড়া বলে আঙুলে চোট লেগেছে স্টিভ স্মিথের। মাঝপথেই অনুশীলন ছেড়েছেন অসি ব্যাটার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ১৩:০৭
Share:

স্টিভ স্মিথ। —ফাইল চিত্র।

চোটের জন্য ভারতের বিরুদ্ধে দিন-রাতের টেস্টে জশ হেজ়লউডকে পাবে না অস্ট্রেলিয়া। তার মাঝেই অস্ট্রেলিয়া শিবিরে আবার চোট-আতঙ্ক। অনুশীলনের সময় সতীর্থের ছোড়া বলে আঙুলে চোট লেগেছে স্টিভ স্মিথের। মাঝপথেই অনুশীলন ছেড়েছেন অসি ব্যাটার। আর ব্যাট করতে দেখা যায়নি তাঁকে।

Advertisement

অনুশীলনে স্মিথকে থ্রো-ডাউন দিচ্ছিলেন মার্নাশ লাবুশেন। তাঁরই ছোড়া একটি বল পিচে পড়ে অতিরিক্ত লাফিয়ে ওঠে। সামলাতে পারেননি স্মিথ। বল তাঁর গ্লাভসে লাগে। সঙ্গে সঙ্গে দেখা যায় আঙুল নাড়াচ্ছেন স্মিথ। বোঝা যায়, আঙুলে লেগেছে তাঁর। ফিজিয়োর কাছে যান স্মিথ। তাঁকে গিয়ে আঙুল দেখান।তার পরেই দেখা যায় উঠে যাচ্ছেন তিনি। আর অনুশীলন করেননি স্মিথ। তাঁর চোট কতটা গুরুতর সে বিষয়ে অবশ্য এখনও কিছু জানায়নি অস্ট্রেলিয়া।

পার্‌থে প্রথম টেস্টে হেরেছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে হার দিয়ে সিরিজ় শুরু করতে হয়েছে তাদের। সেখানে প্রথম ইনিংসে শূন্য রানে ফিরলেও দ্বিতীয় ইনিংসে ভাল ব‍্যাট করছিলেন স্মিথ। যদিও বেশি রান করতে পারেননি তিনি। তবে স্মিথ অস্ট্রেলিয়ার ব্যাটিং আক্রমণের অন্যতম প্রধান ভরসা। তাই অ্যাডিলেডে তাঁকে না পেলে আরও সমস্যায় পড়বে অস্ট্রেলিয়া।

Advertisement

দেশের মাটিতে অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত একটিও দিন-রাতের টেস্ট হারেনি। গত বার এই অ্যাডিলেডেই দিন-রাতের টেস্টে দ্বিতীয় ইনিংসে ভারতকে ৩৬ রানে অল আউট করে দিয়েছিল তারা। যদিও শেষ পর্যন্ত সিরিজ় হারতে হয়েছিল। এ বার শুরুতেই হারের ধাক্কা খেয়েছে তারা। অ্যাডিলেডে যদি অস্ট্রেলিয়া জিততে না পারে তা হলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে আরও পিছিয়ে পড়বে তারা। টেস্ট জিততে স্মিথকে দরকার অস্ট্রেলিয়ার। এখন দেখার শুক্রবার তিনি খেলতে পারেন কি না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement