BGT 2024-25

বিমানবন্দরে ভুল রাস্তায় গিয়ে আটকে গেলেন যশস্বী, সুন্দরকে টুপি পরালেন সরফরাজ়

শুক্রবার থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিন-রাতের টেস্ট খেলতে নামবে ভারত। গত বারের হারের বদলা নেওয়ার লক্ষ্যে নামবেন রোহিত শর্মারা। তার আগে ফুরফুরে মেজাজে দল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ১১:৩১
Share:

(বাঁ দিকে) বিমানবন্দরে আটকে গিয়েছেন যশস্বী জয়সওয়াল। নতুন টুপি পরে ওয়াশিংটন সুন্দর (ডান দিকে)। ছবি: এক্স।

শুরুটা ভাল হয়েছে। পার্‌থে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ়ে প্রথম ধাক্কা দিয়েছে ভারত। এ বার সামনে অ্যাডিলেড। সেখানে শুক্রবার থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিন-রাতের টেস্ট খেলতে নামবে ভারত। গত বারের হারের বদলা নেওয়ার লক্ষ্যে নামবেন রোহিত শর্মারা। তার আগে ফুরফুরে মেজাজে দল। মজা করতে করতে ক্যানবেরা থেকে অ্যাডিলেড পৌঁছলেন রোহিতেরা।

Advertisement

ভারতীয় দলের অ্যাডিলেড যাওয়ার একটি ভিডিয়ো দিয়েছে ক্রিকেট বোর্ড। সেখানে ক্রিকেটারদের মজা করার টুকরো টুকরো ছবি দেখা যাচ্ছে। প্রথমেই দেখা যায়, ক্যানবেরা থেকে বিমান ধরতে যাচ্ছেন রোহিতেরা। বিমানবন্দরে ভুল দিকে চলে যান যশস্বী জয়সওয়াল। ফলে আটকে পড়েন তিনি। তা দেখে হেসে ফেলেন রোহিত ও শুভমন গিল। বিমানবন্দরেই একটি টুপির দোকানে যান ক্রিকেটারেরা। সরফরাজ় খান একটি টুপি ওয়াশিংটন সুন্দরকে কিনতে বলেন। তিনি রাজি হচ্ছিলেন না। সরফরাজ় নিজেই একটি টুপি সুন্দরকে পরিয়ে দেন। তিনি নিজেও একটি টুপি পরেন। তা দেখে রবিচন্দ্রন অশ্বিন বলেন, “তোমাকে বেশ সুন্দর দেখাচ্ছে।” সরফরাজ় বলেন, “তুমি মজা করছ।” তাতে অশ্বিন বলেন, “না, আমি সত্যিই বলছি।” সেটা শুনে সরফরাজ় হাসিমুখে বলেন, “তুমি কখন মজা করো, আর কখন করো না, বোঝা মুশকিল।”

বিমাবন্দরে অনেকের সঙ্গে নিজস্বী তুলতে দেখা যায় ক্রিকেটারদের। বাসেও সেই মজা চলতে থাকে। সেখানে দেখা যায়, সরফরাজ়ের কথা মেনে একটি টুপি কিনেই ফেলেছেন সুন্দর। বিমানবন্দরে কাচের ঘেরাটোপ থেকে বার হয়ে বাকিদের সঙ্গেই বাসে ওঠেন যশস্বীও।

Advertisement

গত বার এই অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট দিয়েই সিরিজ় শুরু হয়েছিল ভারতের। সেই টেস্টে দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত। পরে সিরিজ় জিতলেও সেই লজ্জা থেকেই গিয়েছে। তাই এ বার আরও সাবধানি ভারত। এই টেস্টের আগে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে গোলাপি বলে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে তারা। এ বার পুরো তৈরি হয়েই অ্যাডিলেডে নামতে চাইছেন রোহিতেরা। তবে তার আগে ফুরফুরে মেজাজে দেখা গেল ক্রিকেটারদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement