ভারতের হয়ে শেষ বার ২০১৯/২০ মরসুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছিলেন পৃথ্বী। কিন্তু দুই ইনিংসেই তাঁর আউট হওয়ার ধরনে ক্ষোভ প্রকাশ করেছিলেন সুনীল গাওস্করের মতো প্রাক্তন তারকা। গত বছর জুলাইয়ে শেষ বারের মতো এক দিনের দলে খেলেছিলেন তিনি। বর্তমানে দলে প্রতিযোগিতা অনেক বেশি। রোহিত শর্মা, শিখর ধওয়ন, ময়ঙ্ক অগ্রবাল, শুভমান গিল, লোকেশ রাহুল, প্রিয়াঙ্ক পাঞ্চাল, পৃথ্বীর প্রতিযোগীর সংখ্যা অনেক বেশি।
অনেক দিন জাতীয় দলের বাইরে এই ক্রিকেটার ফাইল চিত্র।
অনেক দিন জাতীয় দলের বাইরে তিনি। ফের কবে সুযোগ পাবেন তা নিশ্চিত নয়। এই পরিস্থিতিতে জাতীয় দলে ফেরার জন্য রঞ্জি ট্রফিকে হাতিয়ার করেছেন মুম্বইয়ের অধিনায়ক পৃথ্বী শ। তবে এই মরসুমে রঞ্জিতে নিজের খেলায় খুশি নন পৃথ্বী। তিনি জানেন দাতীয় দলের দরজা খোলার জন্য অনেক বেশি রান করতে হবে তাঁকে।
এই মরসুমে রঞ্জিতে যথাক্রমে ৯, ৪৪ ও ৫৩ রান করেছেন পৃথ্বী। তাতে খুশি নন তিনি। পৃথ্বী বলেন, ‘‘নিজের খেলায় আমি খুশি নই। আরও বেশি রান করা উচিত ছিল। ক্রিকেটে ৪০-৫০ কোনও রানই নয়। কিন্তু এখন শারীরিক ভাবে ভাল জায়গায় আছি। আশা করছি খুব তাড়াতাড়ি বড় রান করতে পারব।’’
ভারতের হয়ে শেষ বার ২০১৯/২০ মরসুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছিলেন পৃথ্বী। কিন্তু দুই ইনিংসেই তাঁর আউট হওয়ার ধরনে ক্ষোভ প্রকাশ করেছিলেন সুনীল গাওস্করের মতো প্রাক্তন তারকা। গত বছর জুলাইয়ে শেষ বারের মতো এক দিনের দলে খেলেছিলেন তিনি। বর্তমানে দলে প্রতিযোগিতা অনেক বেশি। রোহিত শর্মা, শিখর ধওয়ন, ময়ঙ্ক অগ্রবাল, শুভমান গিল, লোকেশ রাহুল, প্রিয়াঙ্ক পাঞ্চাল, পৃথ্বীর প্রতিযোগীর সংখ্যা অনেক বেশি।
রঞ্জির গ্রুপ পর্যায়ের খেলা শেষ হওয়ার পরেই অবশ্য আইপিএল-এ ঢুকে পড়বেন পৃথ্বী। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে দেখা যাবে তাঁকে। সেখানেও ভাল খেলতে হবে এই ওপেনারকে। তার আগে রঞ্জিতে বড় রান করতে চাইছেন তিনি।