চোট পাওয়ার পর থেকে বেঙ্গালুরুতে এনসিএ শিবিরে রয়েছেন চাহার। সেখানেই তাঁর রিহ্যাব চলছে। কিন্তু চেন্নাই চাইছে আগামী কয়েক দিনের মধ্যে সুরাতে তাদের শিবিরে যোগ দিন চাহার। সেখানে চিকিৎসকরা তাঁর চোটের পরিস্থিতি খতিয়ে দেখে যত দ্রুত সম্ভব তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা করবেন।
কবে থেকে আইপিএল খেলবেন চাহার ফাইল চিত্র।
দীপক চাহার আইপিএল-এ খেলতে পারবেন কি না তা নিয়ে সংশয় দেখা গিয়েছিল। জানা গিয়েছে, এই মুহূর্তে অস্ত্রোপচার হবে না তাঁর। অর্থাৎ আইপিএল খেলায় খুব বেশি সমস্যা হবে না তাঁর। তবে খেলতে পারলেও আইপিএল-এর শুরু থেকে চাহারকে পাবে না চেন্নাই সুপার কিংস। এপ্রিলের মাঝামাঝি থেকে খেলতে পারবেন তিনি।
নিলামে ১৪ কোটি টাকায় চাহারকে কেনে চেন্নাই। তার পরেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। প্রথমে জানা গিয়েছিল, অস্ত্রোপচার হতে পারে চাহারের। সে রকম হলে অনেক বেশি দিন খেলার বাইরে থাকতে হত তাঁকে। কিন্তু অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে এখন অস্ত্রোপচার করাতে চাননি চাহার। তাই আইপিএল-এ খেলতে কোনও সমস্যা হবে না এই বোলারের।
চোট পাওয়ার পর থেকে বেঙ্গালুরুতে এনসিএ শিবিরে রয়েছেন চাহার। সেখানেই তাঁর রিহ্যাব চলছে। কিন্তু চেন্নাই চাইছে আগামী কয়েক দিনের মধ্যে সুরাতে তাদের শিবিরে যোগ দিন চাহার। সেখানে চিকিৎসকরা তাঁর চোটের পরিস্থিতি খতিয়ে দেখে যত দ্রুত সম্ভব তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা করবেন।
২৬ মার্চ আইপিএল-এর প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি চেন্নাই। তার আগে চাহারকে পাওয়ার সম্ভাবনা নেই। এখন দেখার কত তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে নামতে পারেন চাহার।