কানপুরে বৃষ্টির সময় মাঠ ঢাকছেন কর্মীরা। ছবি: পিটিআই।
কানপুরে ভারত ও বাংলাদেশের দ্বিতীয় টেস্টে বৃষ্টির পূর্বাভাস ছিল। হাওয়া অফিস জানিয়েছিল, প্রথম তিন দিন বৃষ্টি হতে পারে। প্রথম দিন অন্তত তেমনটাই দেখা গেল। বৃষ্টিতে খেলা শুরু হতে দেরি হল। মাঝেও কয়েক বার খেলা বন্ধ হল। পরিস্থিতি এমনটাই হল যে ৩৫ ওভারের পরে আর খেলাই হল না। প্রথম দিন খেলা শেষ হওয়ার সময় প্রথম ইনিংসে বাংলাদেশের রান ৩ উইকেটে ১০৭।
আকাশে মেঘ থাকায় এই টেস্টেও তিন পেসার খেলিয়েছে ভারত। টস জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশ সাবধানে শুরু করে। দুই ওপেনার ধীরে খেলছিলেন। শাদমান ইসলাম কয়েকটি শট খেললেও জাকির হাসান রান করতে পারছিলেন না। কিছু বলে সমস্যা হলেও যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজকে সামলান বাংলাদেশের দুই ওপেনার।
তৃতীয় পেসার হিসাবে বল করতে নেমে প্রথম ওভারেই বাংলাদেশকে ধাক্কা দেন আকাশ দীপ। তাঁর বলে গালি অঞ্চলে ক্যাচ দেন জাকির। প্রথম টেস্টের মতো এই টেস্টেও ভাল ক্যাচ ধরেন যশস্বী জয়সওয়াল। সামনের দিকে ঝাঁপিয়ে বল তালুবন্দি করেন তিনি। মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত নিতে পারেননি। তৃতীয় আম্পায়ার আউট দেন। ২৪ বল খেলে শূন্য রানে ফেরেন জাকির।
অপর ওপেনার শাদমানকেও আউট করেন আকাশ দীপ। তাঁর বল শাদমানের প্যাডে লাগলে এলবিডব্লিউয়ের আবেদন করেন ভারতীয় ক্রিকেটারেরা। আম্পায়ার আউট দেননি। আকাশ দীপের জোরাজুরিতে রিভিউ নেন রোহিত। ডিআরএসে দেখা যায় শাদমান আউট। ২৪ রান করেন তিনি।
মধ্যাহ্নভোজের বিরতির আগে বৃষ্টি শুরু হওয়ায় খেলা বন্ধ হয়ে যায়। বিরতি নির্ধারিত সময়ের আগে নিয়ে নেন আম্পায়ারেরা। বৃষ্টি থামলে দ্বিতীয় বার খেলা শুরু হলে মোমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত জুটি গড়ার চেষ্টা করেন। কিন্তু শান্তকে ৩১ রানের মাথায় আউট করেন রবিচন্দ্রন অশ্বিন। তার পরে আবার বৃষ্টি শুরু হয়। গোটা মাঠ ঢেকে দেওয়া হয়। বেশ কিছু ক্ষণ খেলা বন্ধ থাকার পরে আম্পায়ারেরা সিদ্ধান্ত নেন, প্রথম দিনের খেলা শেষ। দিনের শেষে মোমিনুল ৪০ ও মুশফিকুর রহিম ৬ রানে ব্যাট করছেন।