Gautam Gambhir

গম্ভীরের পরামর্শে এসেছিল সাফল্য, কেন বাকিদের থেকে আলাদা গৌতি, ব্যাখ্যা কেকেআরের ওপেনারের

গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সের ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল তাঁর। কেকেআরের সেই ওপেনার ফাঁস করলেন, গৌতম গম্ভীরের একটি পরামর্শ কী ভাবে সাফল্য এনে দিয়েছিল তাঁকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৪ ১৫:৩৮
Share:

গৌতম গম্ভীর। — ফাইল চিত্র।

গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সের ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল তাঁর। সেই ফিল সল্ট ফাঁস করলেন, গৌতম গম্ভীরের একটি পরামর্শ কী ভাবে সাফল্য এনে দিয়েছিল তাঁকে। কেন ভারতের কোচ হিসাবে সফল হবেন গম্ভীর, সেটাও ব্যাখ্যা করেছেন কেকেআরের ওপেনার।

Advertisement

এক অনুষ্ঠানে সল্ট বলেছেন, “জিজি (গম্ভীরের ডাকনাম) আমাকে শুরুতেই বলেছিল, যত দূর সম্ভব ইনিংস টেনে নিয়ে যেতে। বিশেষত ভারতের মতো পিচে। প্রথম অনুশীলনের পরেই আমাকে ডেকে কথা বলেছিল। বলেছিল, ‘আমি জানি তুমি অনেক রান করবে। কিন্তু আমি চাই ১০ থেকে ২০ ওভারের মধ্যে তুমি সবচেয়ে বেশি রান করো’।”

গম্ভীর চেয়েছিলেন, সল্ট যাতে ইডেনের মতো মাঠে ইনিংসের শেষের দিকে দাপট দেখাতে পারেন। সল্ট বলেছেন, “গম্ভীর বলেছিল, আমি ধীরে শুরু করলেও ক্রি‌জ়‌ে টিকে থাকবে। যাতে দশ ওভারের পর থেকে বড় শট খেলতে পারি। দ্রুত রান করার জন্য প্রশংসাও করেছিল। আমার মতে, ওটাই সেরা কোচিং।”

Advertisement

কেন ভারতের কোচ হিসাবে ভবিষ্যতে গম্ভীর সফল হবেন তা বলতে গিয়ে সল্টের ব্যাখ্যা, “লড়াকু মানসিকতা রয়েছে ওঁর মধ্যে। কোন ক্রিকেটার কী ভাবে উন্নতি করতে পারে, তা নিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলোও ভাবে ও। দলকে জেতানোর পরিকল্পনা সব সময়ে ওর মাথায় চলে। তাই লড়াকু ছাড়া আর কোনও শব্দ আমার মাথায় আসছে না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement