মহিলা ক্রিকেটারের যৌন হেনস্থার অভিযোগ। প্রতীকী ছবি
পাকিস্তান ক্রিকেট বোর্ডে বিতর্ক থামছেই না। কখনও দল নির্বাচন নিয়ে ঝামেলা, কখনও অধিনায়কের সঙ্গে মনোমালিন্য। এ বার আরও বড় বিতর্কে জড়াল পাকিস্তানের ক্রিকেট। যৌন হেনস্থার অভিযোগে সে দেশের এক জাতীয় পর্যায়ের কোচকে নির্বাসিত করল বোর্ড। তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তিনি আবার ঘরোয়া ক্রিকেটে খেলেছেন ওয়াকার ইউনিসের সঙ্গে।
ঘটনার সূত্রপাত কয়েক বছর আগে। পাকিস্তানের এক মহিলা ক্রিকেটার কিছু দিন আগে থানায় অভিযোগ করেছেন নাদিম ইকবালের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, কয়েক বছর আগে মুলতানে পাক বোর্ডের তরফে মহিলা দলের ট্রায়াল আয়োজন করা হয়েছিল। সেখানেই কোচ হিসাবে ছিলেন নাদিম। এক ভিডিয়ো বার্তায় ওই মহিলা ক্রিকেটার বলেছেন, “দলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে উনি আমার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন। বোর্ডে চাকরি দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলেন। দিনের পর দিন কয়েক জন বন্ধুকে নিয়ে উনি আমায় যৌন হেনস্থা করেছেন। সেই ঘটনা ভিডিয়ো রেকর্ড করে রেখে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছেন।”
উল্লেখ্য, ২০১৪ সালে মুলতান ক্রিকেটার ক্লাবের কর্তাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন পাঁচ মহিলা ক্রিকেটার। সেখানেও দলে সুযোগ দেওয়ার বিনিময়ে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেওয়া হয়। গত বছর পাকিস্তানের বোলার ইয়াসির শাহের বিরুদ্ধে বন্ধুকে যৌন হেনস্থায় মদত জোগানোর অভিযোগ ওঠে। পরে ইয়াসিরের বিরুদ্ধে অভিযোগ উঠিয়ে নেওয়া হয়।
মুলতানের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা নাদিম ইকবাল ক্রিকেটজীবনে নামডাক করেছিলেন। ওয়াকার এবং তাঁর একই দিনে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়েছিল। তবে জাতীয় দলের হয়ে কোনও দিন খেলা হয়নি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৮০টি ম্যাচ খেলেছেন তিনি। এক সময় তাঁকে ওয়াকারের থেকেও বড় বোলার বলা হত।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।