গ্রাফিক: সনৎ সিংহ
চলছিল ধারাভাষ্য। হঠাৎই ভেসে এল দুই দর্শকের কথোপকথন। সেখানে এক দর্শক আর এক দর্শককে বান্ধবীর সঙ্গে যৌনসঙ্গমের বিবরণ দিচ্ছিলেন। সেই বিবরণ গলফ কোর্সে থাকা মাইক্রোফোনে উঠে এল। বছর দুয়েক আগের এই ঘটনার জন্য ক্ষমা চাইতে হয়েছিল ইউএস ওপেন গলফ কর্তৃপক্ষকে।
২০১৮-র প্রতিযোগিতায় ঘটেছিল এই ঘটনা। সেই সময় কোর্সে খেলছিলেন প্যাট্রিক রিড। সম্প্রচারের দায়িত্বে ছিল ফক্স স্পোর্টস। গলফ কোর্সের যে দিকে দর্শকরা থাকেন, তার আশেপাশে মাইক্রোফোন রাখা থাকে। তারই একটিতে সেই কথোপকথন ধরা পড়েছিল।
এক দর্শক তাঁর পাশের দর্শককে নিজের প্রাক্তন বান্ধবীকে চিনিয়ে দেন। এর পরেই প্রথম দর্শক বিস্তারিত ভাবে বলতে থাকেন, কী ভাবে বান্ধবীর সঙ্গে যৌনসঙ্গম করেছেন। পুরো কথোপকথনই ধরা পড়ে মাইক্রোফোনে এবং দেশের কোণে কোণে ছড়িয়ে পড়ে। টিভিতে খেলা দেখতে থাকা দর্শকরা শুনে স্তম্ভিত হয়ে যান। অনেকে টিভি বন্ধ করে দেন।
পরে ইউএস ওপেন গলফের মুখপাত্র জানিন ড্রিসকল ক্ষমা চান। বলেন, “কিছু দর্শকের বলা অযাচিত শব্দ মাইক্রোফোনের মাধ্যমে ছড়িয়ে পড়ায় আমরা আন্তরিক ভাবে দুঃখিত। ভবিষ্যতে যাতে এ রকম ঘটনা না ঘটে, সে দিকে আমরা খেয়াল রাখব।”
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।