India vs Pakistan

পাকিস্তানে এসে হারতে ভয় পাচ্ছে ভারত! এশিয়া কাপ বিতর্কের মাঝেই তোপ পাক বোর্ডের

এশিয়া কাপে খেলতে পাকিস্তানে ভারত যাবে কিনা, তা নিয়ে গত কয়েক দিন ধরে অনেক জল্পনাই চলছে। এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর মাঝেই নতুন দাবি পাক বোর্ডের চেয়ারম্যানের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৩ ১৭:৪০
Share:

রোহিত এবং বাবরদের দ্বৈরথ নিয়ে বড় কথা বললেন নাজম। — ফাইল চিত্র

এশিয়া কাপে খেলতে পাকিস্তানে ভারত যাবে কিনা, তা নিয়ে গত কয়েক দিন ধরে অনেক জল্পনাই চলছে। এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আয়োজকের দৌড়ে এগিয়ে শ্রীলঙ্কা। এর মধ্যে বিস্ফোরক মন্তব্য করে বসলেন পাক বোর্ডের চেয়ারম্যান নাজম শেট্টি। তাঁর দাবি, পাকিস্তানে গিয়ে পাকিস্তানের কাছে হারার ভয় রয়েছে বলেই সে দেশে যেতে চাইছে না ভারত।

Advertisement

এক সাক্ষাৎকারে শেট্টি বলেছেন, “ভারতের ব্রিজ, ভলিবল, কবাডি দল পাকিস্তানে এসে খেলে গিয়েছে। তা হলে ক্রিকেট দলের পাকিস্তানে এসে খেলতে কী সমস্যা? আমার মনে হয় ভারতের মাটিতে বা পাকিস্তানের মাটিতে আমাদের কাছে হেরে যাওয়ার ভয় রয়েছে ওদের মনে। তাই জন্যেই আসতে চাইছে না।”

সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে জানানো হয়েছে, বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে আমদাবাদে। সে প্রসঙ্গে আরও সমালোচনা করেছেন শেট্টি। বলেছেন, “আমি ওই কথা শোনার পরে হাসতে হাসতে নিজের মনেই বলেছিলাম, ‘এটা এক রকম নিশ্চিত করা যে আমরা ভারতে খেলতে আসছি না।’ চেন্নাই বা কলকাতায় খেলা হলে তা-ও না হয় একটা কথা ছিল।”

Advertisement

কূটনৈতিক কথা উচ্চারণ করতে চাননি শেট্টি। কিন্তু তাঁর মতে, আমদাবাদে পাকিস্তানের নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিতে পারে। বলেছেন, “এ ব্যাপারে যত কম বলা যায় ততই ভাল। মনে হচ্ছে আমাদের দিকে একটা লাল পতাকা ছুড়ে দিয়ে বলা হল, ‘আমরা তোমাদের আমদাবাদেই খেলাব। দেখতে থাকো’। সবাই জানে আমদাবাদ কারা শাসন করে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement