India vs Pakistan

ভারতে এসে আর খেলতে পারবেন না, আক্ষেপ পাক ক্রিকেটারের, নিজের দেশের বোর্ডের উপরেই বিরক্ত

বছর দেড়েক আগে এক দিনের বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিলেন। সেই প্রতিযোগিতায় খেলার সুখস্মৃতি রয়েছে। আর ভারতে খেলবেন না ভেবেই দুঃখ পেয়েছেন পাকিস্তানের ক্রিকেটার ফখর জমান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১৬:৫৯
Share:

২০২৩ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে টসের মুহূর্ত। — ফাইল চিত্র।

বছর দেড়েক আগে এক দিনের বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিলেন। সেই প্রতিযোগিতায় খেলার সুখস্মৃতি রয়েছে। তবে পাকিস্তানের সঙ্গে ভারতের সাম্প্রতিক চুক্তির পরে আগামী তিন বছর দুই দেশ একে অপরের মাটিতে গিয়ে খেলবে না। তা ভেবেই দুঃখ পেয়েছেন পাকিস্তানের ক্রিকেটার ফখর জমান। ভারতে এসে কাটানো সময়ের কথা ভুলতে পারছেন না তিনি।

Advertisement

আইসিসি-র চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। নাছোড়বান্দা পড়শি দেশও। ঠিক হয়েছে, ভারত নিজেদের ম্যাচ খেলবে দুবাইয়ে। তবে সূচি প্রকাশ হওয়ার আগে দু’দেশের মধ্যে একটি চুক্তি হয়েছে। তাতে বলা হয়েছে, আইসিসি এবং এশিয়ার ক্রিকেট সংস্থা আয়োজিত কোনও প্রতিযোগিতাতেই দুই দেশ একে অপরের মাটিতে খেলবে না। খেলা হবে নিরপেক্ষ দেশে। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না বলার পরেই পাকিস্তান পাল্টা শর্ত চাপিয়েছে। জমান যা বলেছেন, তাতে প্রশ্ন উঠতে পারে, নিজের দেশের বোর্ডের উপরেই কি বিরক্ত তিনি?

চুক্তির প্রসঙ্গ তুলতেই জমান বলেছেন, “অবশ্যই ভারতে গিয়ে খেলা মিস্ করব। বিশ্বকাপ খেলতে ভারতে গিয়ে খুব মজা করেছিলাম। যে সমর্থন এবং আতিথেয়তা পেয়েছিলাম তার কোনও তুলনা নেই। প্রথম বার হায়দরাবাদে যাওয়ার পর স্থানীয় মানুষ আমাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন। সব ভালবাসা যেন আমাদের জন্যই রাখা ছিল।”

Advertisement

জমানের সংযোজন, “খুব মিস্ করব এগুলো। যদি ভারত আমাদের দেশে আসত তা হলে ওদের থেকেও ভাল ভাবে অভ্যর্থনা জানাতাম আমরা। আতিথেয়তাও অনেক বেশি হত। তবে ওরা আসছে না। ঠিক আছে, দুবাইয়েও ওদের বিরুদ্ধে খেলতে মুখিয়ে আছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement