গৌতম গম্ভীর। ছবি: পিটিআই।
নিউ জ়িল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কাছে পর পর টেস্ট সিরিজ় হারের পরেই ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে কড়া হয়েছে বোর্ড। জানা গিয়েছে, পারফরম্যান্স অনুযায়ী বেতন দেওয়ার যে প্রস্তাব কোচ গৌতম গম্ভীর দিয়েছিলেন তাকে সমর্থন করেছেন দলেরই এক সিনিয়র ক্রিকেটার। নতুন এই তথ্য প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১-৩ ব্যবধানে টেস্ট সিরিজ়ে হারের পর অধিনায়ক রোহিত শর্মা, গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে বৈঠক করেছিলেন বোর্ডের কর্তারা। সেখানেই খেলতে না পারলে কম টাকা দেওয়ার প্রসঙ্গ উঠেছিল। মনে করা হয়েছে, তাতে ক্রিকেটারেরা আরও বেশি দায়িত্ব নিয়ে খেলবেন। যে ভাবে বেসরকারি সংস্থায় কর্মীদের বেতন বৃদ্ধি হয় তাঁদের কাজের নিরিখে, ভারতীয় বোর্ড তেমনই করার কথা ভাবছে।
সেই ভাবনাকে সমর্থন করেছেন এক সিনিয়র। বোর্ডের একটি সূত্র এক ওয়েবসাইটে বলেছেন, “বৈঠকে হাজির থাকা এক সিনিয়র ক্রিকেটার বিসিসিআইকে পরামর্শ দিয়েছেন যাতে ম্যাচ ফি সঙ্গে সঙ্গে না দিয়ে দেওয়া হয়। ম্যাচ ফি দেওয়ার আগে যেন তার পারফরম্যান্সও বিচার করা হয়। ওই সিনিয়র এবং বোর্ডকর্তাদের ধারণা, কিছু ক্রিকেটার ঘরোয়া এবং জাতীয় দলকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না।”
সেই বৈঠকেই ক্রিকেটারদের সঙ্গে তাঁদের পরিবারের থাকার মেয়াদ নিয়ে কড়া হয়েছিল বোর্ড। জানা গিয়েছে, সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গম্ভীরের জন্যই। তিনিই নাকি দলের ক্রিকেটারদের বিশৃঙ্খলায় হতাশ হয়ে পড়েছিলেন। পাশাপাশি, জুনিয়র ক্রিকেটারদেরও প্রতিও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন বোর্ডকে।
গম্ভীর ভারতীয় দল থেকে বিশৃঙ্খলা দূর করতে মরিয়া। তাই পরিবারের সঙ্গে সময় কাটানোর মেয়াদ কমানো উচিত বলে মনে করেন তিনি। ফলে বোর্ড নির্দেশ দিয়েছে, যদি ৪৫ দিন বা তার বেশি সময় সিরিজ় চলে, তা হলে ক্রিকেটারদের পরিবার সর্বোচ্চ ১৪ দিন থাকতে পারবে। সীমিত সময়ের সফর হলে এক সপ্তাহের বেশি থাকা যাবে না।
বোর্ডের ওই সূত্র বলেছেন, “অস্ট্রেলিয়া সফরে ক্রিকেটারদের বিশৃঙ্খলতার কথা পর্যালোচনা বৈঠকে বিস্তারে বলেছে গম্ভীর। এই কারণেই কোভিডের আগে থাকা নিয়মগুলো আবার ফিরিয়ে আনছে বোর্ড। দু’সপ্তাহের বেশি ক্রিকেটারদের পরিবার থাকতে পারবে না। বোর্ডকর্তাদের পাশাপাশি ক্রিকেটারেরাও এ ব্যাপারে একমত।”
এ ছাড়া, জুনিয়র ক্রিকেটারদের প্রতি বোর্ডকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন গম্ভীর। অস্ট্রেলিয়া সফর চলাকালীন প্রায়ই জুনিয়রেরা নিজেদের মতো নৈশভোজ করতে যেতেন। দলীয় নৈশভোজ হয়েছে মাত্র এক বার। এই জিনিস আর বরদাস্ত করতে চান না গম্ভীর।