বাবর আজ়ম। —ফাইল চিত্র
অবশেষে ভারতে এক দিনের ক্রিকেট বিশ্বকাপ খেলতে আসার ভিসা পেয়ে গিয়েছে পাকিস্তান। কিন্তু সে কথা বিশ্বাসই হচ্ছে না পাকিস্তানের অধিনায়ক বাবর আজ়মের। বিশ্বকাপ খেলতে রওনা হওয়ার আগে পাকিস্তানে সাংবাদিক বৈঠকে পাক বোর্ডের এক আধিকারিককে বাবর প্রশ্ন করে বসেন, তাঁরা ভিসা পেয়েছেন তো! উত্তরে ‘হ্যাঁ’ শুনে মুখে হাসি ফোটে বাবরের।
ভারতে বিশ্বকাপ খেলতে আসার জন্য ভিসা সমস্যায় পড়েছিল পাকিস্তান। কিছুতেই ভিসা পাচ্ছিল না তারা। ফলে দুবাইয়ে দলের পরিকল্পনা বাতিল করতে হয়। শেষ মুহূর্তে ভিসা পেয়েছে পাকিস্তান। মঙ্গলবার রাতেই দুবাই যাচ্ছে তারা। বুধবার হায়দরাবাদে আসবে দল। সেখানে ২৯ সেপ্টেম্বর পাকিস্তানের প্রথম প্রস্তুতি ম্যাচ। বিশ্বকাপে আসার আগে এই ভিসা সমস্যা ক্রিকেটারদের উপর চাপ ফেলেছে কি না সেই প্রশ্নের জবাবেই বাবর পাল্টা প্রশ্ন করে বসেন যে তাঁরা সত্যিই ভিসা পেয়েছেন কি না। যেন বিশ্বাসই করতে পারছেন না তিনি। সব শেষে বলেন, ‘‘আমরা তা হলে শেষ পর্যন্ত খেলতে যাচ্ছি।’’
পাকিস্তানের দলে আঘা সলমন ও মহম্মদ নওয়াজ ছাড়া প্রত্যেকেরই এটি প্রথম বার ভারত সফর। ভারতে খেলার অভিজ্ঞতা না থাকায় কি সমস্যায় পড়বেন তাঁরা? জবাবে বাবর বলেন, ‘‘ভারতে খেলিনি ঠিকই, কিন্তু ওখানকার পিচ বা পরিবেশ নিয়ে প্রাক্তন ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি। ওদের কাছ থেকে তথ্য নিয়েছি। দু’দেশের আবহাওয়া বা পিচে খুব বেশি তফাত থাকবে না। তাই খেলতে কোনও সমস্যা হবে না। ওখানে গিয়ে পরিস্থিতি দেখে তার পরে ঠিক করব দলে কাদের খেলানো হবে।’’
১৪ অক্টোবর আমদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ। আমদাবাদে ভারতের বিরুদ্ধে খেলা নিয়ে প্রথমে আপত্তি জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসির কাছে আবেদনও করেছিল তারা। তার পরেও ম্যাচ সরেনি। অথচ আমদাবাদে তাঁর খেলতে কোনও সমস্যা নেই বলে জানিয়েছেন বাবর। তিনি বলেন, ‘‘আমদাবাদে খেলতে মুখিয়ে আছি। কারণ, ওখানে অনেক দর্শক বসতে পারেন। ওখানে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’’
এই প্রথম বার অধিনায়ক হিসাবে বিশ্বকাপ খেলতে নামছেন বাবর। তিনি চান, দলকে বিশ্বকাপ জেতাতে। দলগত ভাবে ভাল খেলেই সামনের দিকে এগোতে চান পাক অধিনায়ক। বাবর বলেন, ‘‘দলের সবাই খুব ভাল ক্রিকেটার। এরাই আমাদের বিশ্বের এক নম্বর দল (আইসিসি ক্রমতালিকায়) করেছিল। এরাই বিভিন্ন দেশে দলকে জিতিয়েছে। এ রকম একটা দলের নেতৃত্ব দিতে পারা গর্বের। আশা করছি বিশ্বকাপ জিতেই ফিরব।’’
বাবরের নেতৃত্বে তিনটি বড় প্রতিযোগিতা খেলেছে পাকিস্তান। তিনটিতেই ব্যর্থ হয়েছে দল। কয়েক দিন আগেই এশিয়া কাপের ফাইনালে ওঠার আগে ছিটকে গিয়েছে পাকিস্তান। এ বারের বিশ্বকাপের দল নিয়েও অনেক সমালোচনা হচ্ছে। কিন্তু দলের অন্দরে কোনও সমস্যা নেই বলে দাবি করেছেন বাবর। তিনি বলেন, ‘‘হারের কারণ নিয়ে আলোচনা করতে গিয়ে অনেক সময় মতের পার্থক্য হতে পারে। কিন্তু দলের সবাই আমাকে খুব শ্রদ্ধা করে। আমরা দল হিসাবেই খেলব। আগের প্রতিযোগিতায় হার থেকে শিক্ষা নেব।’’
আপাতত দলের দু’টি জায়গায় উন্নতি দরকার বলে মনে করেন বাবর। ১) ফিল্ডিং। ২) মাঝের ওভারে উইকেট নেওয়া। মাঝের ওভারে উইকেট নেওয়ার দায়িত্ব থাকে দলের স্পিনারদের। কিন্তু দুই স্পিনার শাদাব খান ও মহম্মদ নওয়াজ ভাল ছন্দে নেই। তার ফলে সমস্যায় পড়েছে পাকিস্তান। দলের স্পিনারদের উপর ভরসা হারাচ্ছেন না বাবর। তিনি বলেন, ‘‘এই খেলোয়াড়েরাই আমাদের জিতিয়েছে। হতে পারে এখন ওরা খারাপ ফর্মে আছে। কিন্তু আবার ওরাই আমাদের জেতাবে।’’
ভারতে খেলা হওয়ায় পাকিস্তান থেকে খুব বেশি দর্শক আসতে পারবেন না। তাই বাবর চান, সমর্থকেরা ঘরে বসেই তাঁদের সমর্থন করুক। সমাজমাধ্যমে সমর্থকদের পাশে থাকার আহ্বান করেছেন বাবর।