Martin Guptill

দেশের জার্সিতে ধোনিকে শেষ বার আউট করা ক্রিকেটার বিদায় জানালেন আন্তর্জাতিক ক্রিকেটকে

২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত বনাম নিউ জ়িল্যান্ড ম্যাচে মার্টিন গাপ্টিলের সেই থ্রো ভুলতে পারবেন না ভারতীয় সমর্থকেরা। সেই কিউয়ি ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ১৯:৫৪
Share:

২০১৯ বিশ্বকাপে মহেন্দ্র সিংহ ধোনির সেই রান আউটের মুহূর্ত। —ফাইল চিত্র।

ভারতের বিশ্বকাপ ফাইনালে ওঠা আটকে দিয়েছিলেন এক থ্রোয়ে। যে থ্রো নিয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির উইকেট। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত বনাম নিউ জ়িল্যান্ড ম্যাচে মার্টিন গাপ্টিলের সেই থ্রো ভুলতে পারবেন না ভারতীয় সমর্থকেরা। সেই কিউয়ি ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন।

Advertisement

২০০৯ সালে অভিষেক হয়েছিল গাপ্টিল। শেষ বার তাঁকে নিউ জ়িল্যান্ডের হয়ে খেলতে দেখা গিয়েছিল ২০২২ সালে। তিন ধরনের ফরম্যাটেই দেশে হয়ে খেলেছেন। ৩৬৭টি ম্যাচে ২৩টি শতরান করেছেন। সাদা বলের ক্রিকেটে নজর কেড়েছিলেন। টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন তিনি। ১২২টি টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ৩৫৩১ রান। সব ধরনের ক্রিকেট মিলিয়ে রয়েছেন তিন নম্বরে। নিউ জ়িল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রস টেলর এবং স্টিফেন ফ্লেমিংয়ের পরেই রয়েছেন গাপ্টিল। এক দিনের ক্রিকেটে নিউ জ়িল্যান্ডের হয়ে অভিষেক ম্যাচে শতরান করার নজির গড়েছিলেন তিনি। গাপ্টিলকে সকলে মনে রেখে দেবেন ২০১৫ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ২৩৭ রানের অপরাজিত ইনিংসের জন্য।

ভারতীয় সমর্থকদের হৃদয় ভেঙেছিলেন গাপ্টিল। ২০১৯ সালে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ খেলেছিলেন ধোনি। সেই ম্যাচে তাঁকে রান আউট করেছিলেন গাপ্টিল। পরের বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন ধোনি। তাঁকে শেষ আন্তর্জাতিক ম্যাচে আউট করা গাপ্টিল বলেন, “আমার স্বপ্ন ছিল নিউ জ়িল্যান্ডের হয়ে খেলা। দেশের হয়ে ৩৬৭টি ম্যাচ খেলতে পেরে আমি গর্বিত। আমার সকল সতীর্থ, কোচদের ধন্যবাদ। ধন্যবাদ আমার স্ত্রী লরা এবং দুই সন্তান হারলি এবং টেডিকে। পরিবার আমার সবচেয়ে বড় সমর্থক। সকলের কাছে আমি কৃতজ্ঞ।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement