Jasprit Bumrah

আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে ‘দায়িত্বজ্ঞানহীন’ পন্থ, দল হারলেও এক নম্বরে বুমরাহ

সিডনিতে শেষ ইনিংসে বুমরাহ বল করলে ফল অন্য রকম হতে পারত বলে মনে করেন অস্ট্রেলিয়ার বিভিন্ন ক্রিকেটারও। সেই বুমরাহ টেস্টে এক নম্বর বোলার। জায়গা ধরে রাখলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৩
Share:

ঋষভ পন্থ। —ফাইল চিত্র।

টেস্টে আইসিসির ক্রমতালিকায় বোলারদের মধ্যে শীর্ষ স্থান ধরে রাখলেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। অস্ট্রেলিয়ায় ভারত হারলেও বুমরাহ বার বার ভুগিয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটারদের। সিডনিতে শেষ ইনিংসে বুমরাহ বল করলে ফল অন্য রকম হতে পারত বলে মনে করেন অস্ট্রেলিয়ার অনেক ক্রিকেটারও। সেই বুমরাহ টেস্টে এক নম্বর বোলার। জায়গা ধরে রাখলেন তিনি।

Advertisement

অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টে ৩২টি উইকেট নিয়েছেন বুমরাহ। শেষ ইনিংসে বল করেননি। তার পরেও তিনি সিরিজ়ের সর্বোচ্চ উইকেটশিকারি। দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিচ্ছিলেন বুমরাহই। তাঁকে ছাড়া ভারতীয় দল আরও খারাপ ভাবে হারতে পারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। বুমরাহের পরেই আইসিসির ক্রমতালিকায় রয়েছেন প্যাট কামিন্স। তিনি ভারতের বিরুদ্ধে ভাল বোলিং করেছেন। যে কারণে এক ধাপ উপরে উঠে এসেছেন কামিন্স। তিন নম্বর থেকে দু’নম্বরে উঠে এসেছেন তিনি। এক ধাপ উঠেছেন কাগিসো রাবাডাও। দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে। সেই দলের পেসার রাবাডা বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। তাই সেরার তালিকায় এই তিন পেসারই।

ব্যাটারদের মধ্যে টেস্টে শীর্ষ স্থানে জো রুট। তিনি জায়গা ধরে রেখেছেন। প্রথম পাঁচে কোনও পরিবর্তন নেই। রুটের পর রয়েছেন হ্যারি ব্রুক, কেন উইলিয়ামসন, যশস্বী জয়সওয়াল এবং ট্রেভিস হেড। তবে এই তালিকায় প্রথম দশে ঢুকে পড়েছেন ভারতের ঋষভ পন্থ। অস্ট্রেলিয়ায় বার বার পরিস্থিতি না-বুঝে খেলার জন্য সমালোচনা হয়েছে তাঁর। তবে রান করায় পন্থ টেস্টের ক্রমতালিকায় নবম স্থানে উঠে এসেছেন। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ষষ্ঠ স্থানে উঠে এসেছেন। এক ধাপ নেমে গিয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। তিনি অষ্টম স্থানে। ধারাবাহিক ভাবে রান না-পাওয়া বিরাট কোহলি নেমে গিয়েছেন ২৭ নম্বরে। ভারত অধিনায়ক রোহিত শর্মা রয়েছেন ৪২ নম্বরে। তাঁদের দু’জনের ব্যাটেই রান নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement