ফাইনালে কল্যাণীতে উপস্থিত ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, কোষাধ্যক্ষ দেবাশিস গঙ্গোপাধ্যায়, যুগ্মসচিব দেবব্রত দাস প্রমুখ। তাঁরাই জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ৩৭৪ রান করে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছেন মিতা। সর্বোচ্চ ১৭ উইকেট নিয়েছেন অনন্যা হালদার।
মেয়েদের চ্যাম্পিয়ন মহমেডান নিজস্ব চিত্র
সিএবি আয়োজিত মহিলাদের টি২০ লিগ চ্যাম্পিয়ন হল মহমেডান স্পোর্টিং ক্লাব। ফাইনালে তারা ৭ উইকেটে হারাল রাজস্থান ক্লাবকে। এ বারেই প্রথম এই লিগ শুরু করেছে সিএবি। বুধবার কল্যাণী স্টেডিয়ামে রাজস্থানের বিরুদ্ধে সহজ জয় পায় মহমেডান।
ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে সমস্যায় পড়ে রাজস্থান ক্লাব। ৪৯ রানে ৬ উইকেট পড়ে যায়। অধিনায়ক ধারা গুজ্জরও আউট হয়ে যান। রূপা দত্ত এক দিকে টিকেছিলেন। তিনি ৫৫ বলে ৪২ রান করেন। তাঁর ব্যাটে ভর দিয়ে ৯৪ রান করে রাজস্থান।
ফাইনালে সহজ জয় পেল মহমেডান নিজস্ব চিত্র
জবাবে ব্যাট করতে নেমে মহমেডানের সেরা ব্যাটার মিতা পাল তাড়াতাড়ি আউট হয়ে যান। কিন্তু প্রিয়াঙ্কা বালা ৪৩ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন। শ্রাবণী পাল করেন ২৫। ১৩.৩ ওভারেই ম্যাচ জিতে যায় মহামেডান। ম্যাচের সেরা হন প্রিয়াঙ্কা।
পুরস্কার দিচ্ছেন স্নেহাশিস নিজস্ব চিত্র
ফাইনালে কল্যাণীতে উপস্থিত ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, কোষাধ্যক্ষ দেবাশিস গঙ্গোপাধ্যায়, যুগ্মসচিব দেবব্রত দাস প্রমুখ। তাঁরাই জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ৩৭৪ রান করে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছেন মিতা। সর্বোচ্চ ১৭ উইকেট নিয়েছেন অনন্যা হালদার।