চার চাকা গাড়ির ধাক্কায় মৃত দুই ও আহত পাঁচ জন। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
বড়দিনের রাতে লাগামছাড়া গতির জেরে ভয়াবহ পথ দুর্ঘটনা পূর্ব বর্ধমনের গুসকরায়। চার চাকা গাড়ির ধাক্কায় মৃত দুই ও আহত পাঁচ জন। স্থানীয় সূত্রে খবর, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন চালক।
দুর্ঘটনাগ্রস্ত বাইক। —নিজস্ব চিত্র।
জানা গিয়েছে, গুসকরা মানকর রোডের ধারাপাড়ার কাছে রাত্রি ৯টা নাগাদ বেপরোয়া গতিতে থাকা চার চাকার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিয়েছিল একটি দোকানে। তার ফলে দোকানের একাংশ ভেঙে যায়। ওই সময়ে মত্ত অবস্থায় থাকা গাড়ির চালক পরপর ধাক্কা দেন রাস্তার বাইক চালক, সাইকেল আরোহী-সহ এক পথচারীকে। এর পরে উল্টে যায় গাড়িটিও। ঘটনাস্থলে আহত হন সাত জন। তাঁদের উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা সেখানে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের নাম কালীপ্রসাদ পাল ও শ্রীমন্ত দাস। আহতদের মধ্যে তিন জনের অবস্থার অবনতি হলে তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করানো হয়।