ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম। —প্রতীকী চিত্র।
কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশ। ধৃতের নাম আমির সোহেল। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার চাঁদপুরে তাঁর বাড়ি। কাজের সূত্রে তিনি জামালপুর থানা এলাকায় এসেছিলেন। মঙ্গলবার রাতে জামালপুর থানা এলাকার একটি জায়গা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতকে বুধবারই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতকে সাত দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছিল পুলিশ। ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম। ধৃতের মেডিক্যাল পরীক্ষা করানোর জন্য আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার। তা মঞ্জুর করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বর্ধমান মেডিক্যাল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধানকে নির্দেশ দিয়েছেন বিচারক। ম্যাজিস্ট্রেটের কাছে কিশোরীর গোপন জবানবন্দি নথিভুক্ত করিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জামালপুর থানা এলাকায় বছর ষোলোর ওই কিশোরীর বাড়ি। দিন কয়েক আগে সে জামালপুর থানা এলাকাতেই তার মামারবাড়িতে গিয়েছিল। শনিবার রাতে আমির কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে। বিষয়টি জানতে পেরে কিশোরীর পরিবারের লোকজন মঙ্গলবার রাতে জামালপুর থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪(১) ও পকসো আইনের ৬ ধারায় মামলা রুজু করেছে থানা।