Congress-BJP

লুধিয়ানায় মেয়র নির্বাচনে আপকে রুখতে কংগ্রেসকে সমর্থন নয়, বিজেপির নির্দেশ পঞ্জাবের নেতাদের

গত সপ্তাহে লুধিয়ানার পুরভোটে ৯৫টি ওয়ার্ডের মধ্যে ৪০টিতে জিতে বৃহত্তম দল হয়েছে আপ। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জাদুসংখ্যা ৪৮ ছুঁতে পারেনি পঞ্জাবের শাসকদল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ২৩:০৮
Share:

— প্রতীকী চিত্র।

শেষ পর্যন্ত অরবিন্দ কেজরীওয়াল-ভগবন্ত মানদের আম আদমি পার্টি (আপ)-কে রুখতে লুধিয়ানায় হাত মেলাতে পারে কংগ্রেস এবং বিজেপি! গত সপ্তাহে পুরভোটের পর এই জল্পনা শুরু হয়েছে পঞ্জাবে। এই পরিস্থিতিতে বুধবার সে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক বিজয় রুপাণী বলেছেন, ‘‘কোনও অবস্থাতেই আমরা কংগ্রেস প্রার্থীকে সমর্থন করব না।’’

Advertisement

গত সপ্তাহে লুধিয়ানার পুরভোটে ৯৫টি ওয়ার্ডের মধ্যে ৪০টিতে জিতে বৃহত্তম দল হয়েছে আপ। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জাদুসংখ্যা ৪৮ ছুঁতে পারেনি পঞ্জাবের শাসকদল। কংগ্রেস ৩১, বিজেপি ১৯, শিরোমণি অকালি দল দু’টি এবং নির্দল প্রার্থীরা তিনটি ওয়ার্ডে জিতেছেন। তিন নির্দল আপকে সমর্থন জানালেও ৪৩-এর বেশি উঠতে পারছে না তারা। এই আবহে আপকে ঠেকাতে মেয়র নির্বাচনে কংগ্রেস প্রার্থীকে বিজেপি এবং অকালি প্রার্থীরা সমর্থন করতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে তার পর থেকেই।

ঘটনাচক্রে, পঞ্জাবের শীর্ষস্থানীয় বিজেপি নেতাদের অধিকাংশই প্রাক্তন কংগ্রেস নেতা। প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ, রাজ্য বিজেপির সভাপতি সুনীল ঝাখর, কেন্দ্রীয় মন্ত্রী তথা লুধিয়ানার নেতা রভনীত সিংহ বিট্টু রয়েছেন এই তালিকায়। তাঁদের অনেকের সঙ্গেই প্রদেশ নেতাদের ‘ঘনিষ্ঠতা’ও বিভিন্ন সময় আলোচনার বিষয় হয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার ত্রিশঙ্কু লুধিয়ানায় মেয়র নির্বাচনে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ইঙ্গিত দেন জেলা বিজেপির সভাপতি রজনীশ ধীমান। তার পরেই সক্রিয় হন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। সদ্য নির্বাচিত কাউন্সিলরদের ভোটদানে বিরত করার দায়িত্ব কেন্দ্রীয় মন্ত্রী বিট্টুকে দেওয়া হয়েছে বলে দলের একটি সূত্র জানাচ্ছে। বিট্টু বুধবার বলেন, ‘‘আমাদের নেতা মোদীজি ‘কংগ্রেস মুক্ত ভারত’ স্লোগান দিয়েছেন। আমরা কোনও অবস্থাতেই কংগ্রেসকে সমর্থন করব না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement