ICC World Cup 2023

‘তোমার বাবা কি কিছুই শেখাননি তোমাকে’, অস্ট্রেলীয় ওপেনারকে কেন এমন বললেন গাওস্কর?

অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ম্যাচ শেষ হওয়ার পর মার্শের সঙ্গে কথা বলছিলেন গাওস্কর। সে সময়ই তাঁকে প্রশ্ন করেন, বাবার কাছে কী শিখেছেন তিনি। মার্শও সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৩ ২১:৪০
Share:

সুনীল গাওস্কর। —ফাইল চিত্র।

বিশ্বকাপে প্রথম দু’ম্যাচ হারের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম জয় পেয়েছে অস্ট্রেলিয়া। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ওপেনার মিচেল মার্শ। তাঁর আগ্রাসী ইনিংস সহজ করে দেয় প্যাট কামিন্সদের কাজ। ম্যাচের পর সুনীল গাওস্কর একটি প্রশ্ন করেন মার্শকে। তিনিও মজা করে উত্তর দিয়েছেন গাওস্করকে।

Advertisement

সোমবার ম্যাচের পর মার্শকে গাওস্কর রক্ষণাত্মক শট খেলার ভঙ্গি করে প্রশ্ন করেন, ‘‘তোমার বাবা কি এ সব কিছুই শেখাননি তোমাকে? তোমরা সবাই এত মারমুখী থাক কেন?’’ জবাবে মার্শ বলেন, ‘‘আসলে আমি বাবার খারাপ স্ট্রাইক রেট শোধরানোর চেষ্টা করছি।’’ সোমবারের ম্যাচে মার্শ ৫১ বলে ৫২ রান করেন। ৯টি চার এসেছে তাঁর ব্যাট থেকে। পরে মার্শ আরও বলেন, ‘‘দলের সবাই আমাকে উসেইন বোল্ট বলে ডাকে। কিন্তু এই স্বপ্নটা পূরণ হওয়ার মতো নয়। তবে ব্যাটের সঙ্গে বলের ভাল সংযোগ হয়েছে। এই ইনিংসটা খেলতে পেরে ভাল লাগছে।’’ দু’জনের এই কথোপকথন সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

উল্লেখ্য, মার্শের বাবা জিওফ মার্শও অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার। দেশের হয়ে ১১৭টি এক দিনে ম্যাচ খেলেছিলেন তিনি। তাঁর স্ট্রাইক রেট ছিল ৫৫.৭৩। যা এখনকার এক দিনের ক্রিকেটে বেমানান। গাওস্করও হয়তো মার্শকে মনে করাতে চেয়েছিলেন বাবার ব্যাটিংয়ের সঙ্গে তাঁর ব্যাটিংয়ের কোনও মিল নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement