Bangladesh Cricket

মাশরাফির দ্বিতীয় তোপ, ‘শুধুই আইপিএল, দেশের হয়ে শাকিবদের ট্রফি কোথায়’, তুললেন প্রশ্ন

বাংলাদেশের খেলা নিয়ে মোটেই খুশি নন দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজা। আইপি‌এলের মাঝেই শাকিব আল হাসানদের বড় চ্যালেঞ্জ দিয়েছেন তিনি। কী বলেছেন মাশরাফি?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ ১৫:২০
Share:

বাংলাদেশের হয়ে খেলার সময় মাশরাফি মোর্তাজা ও শাকিব আল হাসান এক ফ্রেমে। —ফাইল চিত্র

বাংলাদেশের ক্রিকেটারদের বড় চ্যালেঞ্জ দিলেন দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজা। তাঁর মতে, বিশ্ব ক্রিকেটে বড় ট্রফি না জিতলে আর মান থাকবে না বাংলাদেশের। তাই এ বার সময় হয়েছে আইসিসি ট্রফি জেতার। শুধু আইপিএলে সুযোগ পেলেই হবে না, দেশের ক্রিকেটের দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

Advertisement

সংবাদমাধ্যমে মাশরাফি বলেছেন, ‘‘আমাদের এ বার বড় প্রতিযোগিতায় জিততে হবে। হতে পারে সেটা এশিয়া কাপ। বিশ্বকাপের দিকেও নজর দিতে হবে। আমাদের দলে এখন তারুণ্য ও অভিজ্ঞতার দুর্দান্ত মিশেল রয়েছে। অস্ট্রেলিয়ার থেকেও ভাল দল বাংলাদেশের। কিন্তু ট্রফি জিততে না পারলে তার কোনও দাম থাকে না। আইসিসি প্রতিযোগিতায় বাংলাদেশের ফল মোটেই ভাল নয়। কেন এটা হচ্ছে সেটা বুঝতে হবে। এ ভাবে চলতে পারে না।’’

আইপিএলের পরে চলতি বছরের শেষে ভারতে এক দিনের বিশ্বকাপ রয়েছে। সে দিকে নজর দিতে বলেছেন তিনি। মাশরাফির কথায়, ‘‘এখন থেকেই বিশ্বকাপের কথা ভাবতে হবে। শুধু আইপিএল খেললেই হবে না। আমার মতে, এখন থেকেই দল ঠিক করে নিক যে বিশ্বকাপে কার ভূমিকা কী থাকবে। শাকিবের মতো ক্রিকেটার রয়েছে। ওকে দায়িত্ব নিতে হবে।’’

Advertisement

বড় প্রতিযোগিতায় বাংলাদেশকে ভাল করার জন্য তিন ক্রিকেটারকে এগিয়ে আসতে হবে বলে মনে করছেন মাশরাফি। তিনি বলেছেন, ‘‘মুশফিকুর (রহিম), মাহমুদুল্লা (রিয়াধ) ও শাকিব দীর্ঘ দিন ধরে বাংলাদেশের হয়ে খেলছে। বাংলাদেশ ক্রিকেটের এই উন্নতির নেপথ্যে ওদের অনেক বড় অবদান রয়েছে। কিন্তু এখনও ওদের কাজ শেষ হয়ে যায়নি। দলের বাকি ক্রিকেটারদের মধ্যে ওদের সেই বোধটা জাগিয়ে তুলতে হবে। তবেই আমরা সাফল্য পাব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement