IPL 2023

ভারতীয় দল থেকে অনেক দূরে, ৩৮-এর সেই বঙ্গতনয়ের মধ্যেই ধোনির ছায়া দেখছে আইপিএল

দিন কয়েক আগেই আলোচনায় উঠে এসেছিল ধোনির একটি রিভিউয়ের আবেদন। রিভিউ নেওয়ার ক্ষেত্রে তেমনই দক্ষতা দেখালেন বাংলার উইকেটরক্ষক। অন্য কেউ বুঝতেই পারেননি, বল ব্যাটে লেগে তাঁর কাছে গিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ ১৪:৩৯
Share:

বৃহস্পতিবার ঋদ্ধিমানের নেওয়া একটি রিভিউ নিয়ে আলোচনা হচ্ছে ক্রিকেট মহলে। ছবি: আইপিএল।

সূর্যকুমার যাদবের গ্লাভসে বলের সামান্য ছোঁয়া চোখ এড়ায়নি মহেন্দ্র সিংহ ধোনির। তাঁর রিভিউয়ে আউট হয়ে গিয়েছিলেন সূর্যকুমার। তেমনই ঋদ্ধিমান সাহার আত্মবিশ্বাসী রিভিউ বৃহস্পতিবার সাজঘরে ফিরিয়ে দিয়েছে জীতেশ শর্মাকে।

Advertisement

বৃহস্পতিবার গুজরাত টাইটান্স এবং পঞ্জাব কিংস ম্যাচের ঘটনা। পঞ্জাবের ইনিংসের ১৩তম ওভারে বোলার ছিলেন তিন বছর পর আইপিএলে দল পাওয়া মোহিত শর্মা। তাঁর একটি বল জীতেশের ব্যাটে গেলে ঋদ্ধির হাতে যায়। পঞ্জাব ব্যাটারের ব্যাট ছুঁয়ে বল উইকেটরক্ষকের হাতে গিয়েছে, তা মাঠের কেউই বুঝতে পারেননি।

প্রথমে দুর্দান্ত ক্যাচ ধরেন বাংলার উইকেটরক্ষক-ব্যাটার। কিন্তু সতীর্থদের আউটের আবেদন করতে না দেখে বিস্মিত হন ঋদ্ধি। অধিনায়ক হার্দিককে তিনি বলেন, মোহিতের বল জীতেশের ব্যাট ছুঁয়ে তাঁর গ্লাভসে এসেছে। ঋদ্ধির আত্মবিশ্বাস দেখে রিভিউ নেন গুজরাত অধিনায়ক। তৃতীয় আম্পায়ার সব কিছু ভাল করে দেখে জানান, জীতেশ আউট। অর্থাৎ, ঋদ্ধির ক্যাচের দাবি ভুল নয়।

Advertisement

ক্রিকেট বিশেষজ্ঞরা বলেন, ভাল উইকেটরক্ষকের অন্যতম গুণ বলের উপর সব সময় চোখ রাখা। তা হলে বলের সিমে সামান্য পরিবর্তন হলেও বোঝা যাবে। ঋদ্ধি ঠিক তা করেই তিন বছর পর আইপিএলে ফেরা মোহিতকে প্রথম উইকেট পাইয়ে দিলেন।

ঋদ্ধির রিভিউ নেওয়ার প্রশংসা করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরাও। সূর্যকুমারের গ্লাভসে ব্যাটের সামান্য স্পর্শ যেমন ধোনির নজর এড়ায়নি। আম্পায়ার ওয়াইড দিলেও সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে রিভিউ চেয়েছিলেন ধোনি। ঠিক তেমনই জীতেশের ব্যাটে বলের সামান্য ছোঁয়া চোখ এড়ায়নি বাংলার ঋদ্ধির। তিনিও সঙ্গে সঙ্গে রিভিউ নেওয়ার পরামর্শ দেন হার্দিককে। ভারতীয় দলের দরজা বন্ধ করে দেওয়া হলেও আইপিএলের প্রতি ম্যাচেই ঋদ্ধি প্রমাণ করে দিচ্ছেন সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে এখনও উপযুক্ত তিনি। তাঁর ক্রিকেটীয় দক্ষতা কমেনি একটুও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement