সঞ্জীব গোয়েন্কা (বাঁ দিকে) এবং কেএল রাহুল। — ফাইল চিত্র।
গত বছরের আইপিএলে কেএল রাহুল এবং লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েন্কার ঝগড়া নিয়ে প্রচুর চর্চা হয়েছে। তার জেরে নিলামে রাহুলকে ছেড়েও দিয়েছে লখনউ। তিনি এ বার দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন। সেই রাহুলকে নিয়ে আবার মুখ খুললেন গোয়েন্কা। এমন কিছু কথা বলেছেন যা শুনে মনে হয়েছে তাঁদের মধ্যে কোনও ঝগড়াই হয়নি। সেই কথা নিয়ে জল্পনাও তৈরি হয়েছে। বিতর্ক দূরে সরাতেই গোয়েন্কা এমন মন্তব্য করেছেন কি না তা নিয়ে চর্চা হচ্ছে।
এক পডকাস্টে গোয়েন্কা বলেছেন, “কেএল রাহুল বরাবর আমার কাছে পরিবারের মতো এবং সেটাই থাকবে। তিন বছর লখনউয়ের অধিনায়কত্ব করেছে। ওর অধীনে দলের ফলাফল ভালই হয়েছে। যা-ই হয়ে যাক না কেন, ওর জন্য শুভেচ্ছা থাকল।”
এখানেই না থেমে গোয়েন্কা আরও বলেছেন, “রাহুল খুব ভাল ছেলে। সৎ মানুষ। আশা করি ওর মতো ছেলের যা হবে সেটা যেন ভালই হয়। খুবই প্রতিভাবান ক্রিকেটার। আশা করি নিজের প্রতিভা গোটা বিশ্বের কাছে দেখাতে পারবে।”
সেই ঝগড়ার কথা এখনও ভুলে যাননি গোয়েন্কা। আলোচনাতেও সেই প্রসঙ্গে চলেছে এসেছে। তবে পুরনো সেই ঘটনা আর মাথায় রাখতে চাইলেন না লখনউ কর্ণধার। তাঁর মতে, ‘আবেগের বশে’ করা সেই আচরণ তাঁর সঙ্গে রাহুলের সম্পর্কে প্রভাব ফেলবে না।
গোয়েন্কা বলেছেন, “এমন অনেক মুহূর্ত আসে যখন আবেগ নিয়ন্ত্রণ করা সহজ হয় না। ওই দিন সেটাই হয়েছিল। এতে আমাদের সম্পর্কে প্রভাব পড়বে না। সেটা হওয়া উচিতও নয়। ওর জন্য যেমন ভালবাসা রয়েছে, তেমনই সমীহ রয়েছে।”