BGT 2024-25

বিরাটই নেতা! ব্রিসবেনে অনুশীলনে চুপ রোহিত-গম্ভীর, দলকে তাতালেন কোহলি

ব্রিসবেনে ফিরে আসার লড়াই ভারতের। গুরুত্বপূর্ণ এই টেস্টের আগে নেতার ভূমিকায় দেখা গেল বিরাট কোহলিকে। অনুশীলনের আগে দলকে তাতালেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৫:০৪
Share:

নেতার ভূমিকায় বিরাট কোহলি (ডান দিকে)। চুপচাপ দাঁড়িয়ে শুনলেন গৌতম গম্ভীর ও রোহিত শর্মা। —ফাইল চিত্র।

ভারতীয় দলের অধিনায়ক কে? অস্ট্রেলিয়ায় দলকে সামলাচ্ছেন কে? রোহিত শর্মা না গৌতম গম্ভীর? না তাঁরা কেউ নয়। নেতার ভূমিকায় দেখা গেল বিরাট কোহলিকে। অনুশীলনের আগে দলকে তাতালেন তিনি। পাশে দাঁড়িয়ে চুপ করে তা শুনলেন রোহিত-গম্ভীর।

Advertisement

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় অনুশীলনে নামে ভারতীয় দল। মাঠে নেমে প্রথমে সকলে গোল হয়ে দাঁড়ান। সেখানেই দেখা যায়, দলকে তাতাচ্ছেন কোহলি। তিনি মূলত দলের তরুণ ক্রিকেটারদের নিয়ে কথা বলেন। এখনও পর্যন্ত নীতীশ রেড্ডি ভাল খেলছেন। কোহলি তাঁর প্রশংসা করেন। তরুণদের আরও দায়িত্ব নেওয়ার কথা বলেন তিনি। সকলে মন দিয়ে কোহলির কথা শুনছিলেন।

অস্ট্রেলিয়ায় সিরিজ়ের শুরু থেকেই নেতার ভূমিকায় দেখা যাচ্ছে কোহলিকে। পার্‌থে রোহিত খেলেননি। বদলে যশপ্রীত বুমরা অধিনায়ক ছিলেন। সেখানেও ফিল্ডিং সাজানো থেকে শুরু করে বোলারদের সঙ্গে কথা বলা, এগিয়ে আসতে দেখা গিয়েছিল কোহলিকে। সারা ক্ষণ বুমরাকে সাহায্য করছিলেন তিনি। ব্রিসবেন টেস্টের আগেও সেই ছবি দেখা গেল। কোহলির পরে অবশ্য কথা বলেন গম্ভীর। তৃতীয় টেস্টে জেতা কতটা জরুরি তা ক্রিকেটারদের বুঝিয়ে বলার চেষ্টা করেন ভারতের কোচ।

Advertisement

অনুশীলনে প্রথমে গা গরম করেন ক্রিকেটারেরা। তার পরে শুরু হয় ফিল্ডিং অনুশীলন। স্লিপে দাঁড়িয়ে ক্যাচ ধরতে দেখা যায় কোহলি, সরফরাজ় খান, লোকেশ রাহুলদের। তার পরেই শুরু হয় ব্যাটিং। নেটে সকলের আগে নামেন যশস্বী জয়সওয়াল ও রাহুল। বেশ কিছু ক্ষণ ব্যাট করেন তাঁরা। মাঝে মাঝে কোচ গম্ভীরের সঙ্গে কথা বলতে দেখা যায় রাহুলকে। নেটে সবচেয়ে বেশি ক্ষণ ব্যাট করেন কোহলি। প্রায় দেড় ঘণ্টা ছিলেন তিনি। অফ স্টাম্পের বাইরের বল ছাড়ার দিকে বেশি নজর দিচ্ছিলেন তিনি। পাশাপাশি ব্যাকফুটে খেলার চেষ্টাও করছিলেন। বেশ কয়েকটি কাট-পুল খেলেন তিনি। থ্রো-ডাউন বিশেষজ্ঞ থেকে শুরু করে দলের বোলারদের সামনে ব্যাট করেন কোহলি। শেষ আধ ঘণ্টা কোহলি নিজের শট খেলার দিকে জোর দেন। বেশ কয়েকটি কভার ড্রাইভ মারতে দেখা যায় তাঁকে। দেড় ঘণ্টা পরে নেট থেকে বেরিয়ে গম্ভীরের সঙ্গে আলোচনা করতে দেখা যায় তাঁকে।

রোহিত নেটে ব্যাটিং শুরু করেন স্পিনারদের বিরুদ্ধে। এর থেকেই স্পষ্ট ব্রিসবেনেও মিডল অর্ডারে খেলতে দেখা যাবে তাঁকে। বেশ কিছু ক্ষণ স্পিনারদের বিরুদ্ধে খেলার পর নবদীপ সাইনি, যশ দয়াল ও বাঁহাতি থ্রো-ডাউন বিশেষজ্ঞের বিরুদ্ধে ব্যাট করেন তিনি। অফ স্টাম্পের বাইরের বল ছাড়ার দিকে নজর দেন রোহিতও।

শুধু ব্যাটারেরা নন, বোলারেরাও অনুশীলন সারেন। মহম্মদ সিরাজকে দেখা যায় নিজের লাইন ও লেংথের দিকে নজর দিতে। বাকি পেসার ও স্পিনারেরাও অনুশীলন করেন। তাঁদের দিকে নজর ছিল ভারতের বোলিং কোচ মর্নি মর্কেলের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement