রোহিত শর্মা। —ফাইল চিত্র।
শুভমনের পর বোল্ড হলেন রোহিত। কামিন্সের বলে ভারত অধিনায়কের বেল উড়ে গেল। দুই ইনিংসেই ব্যর্থ রোহিত।
স্টার্কের বলে স্টাম্প উড়ে গেল শুভমনের। ৩০ বলে ২৮ রান করে আউট ভারতীয় ব্যাটার।
১১ রান করে আউট বিরাট। বোলান্ডের বলে উইকেটরক্ষক ক্যারের হাতে ক্যাচ দিলেন তিনি।
রাহুলের পর আউট যশস্বী। ভারতের দুই ওপেনারই সাজঘরে। বোলান্ডের বলে ক্যাচ দিয়ে ফিরলেন বাঁহাতি ওপেনার। ভারত এখনও ১১৫ রানে পিছিয়ে।
শুরুতেই ওপেনিং জুটি ভাঙল ভারতের। প্রথম ইনিংসে এই জুটি কোনও রান করতে পারেনি। দ্বিতীয় ইনিংসে ১২ রানের বেশি হল না। রোহিত যে জুটিকে জায়গা ছেড়ে দিয়েছিলেন, তাঁরা তেমন ভাবে নজর কাড়তে পারলেন না। কামিন্সের বলে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি।
৩৩৭ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। ভারতের চেয়ে ১৫৭ রানে এগিয়ে রয়েছে তারা।
তৃতীয় সেশনের প্রথম বলেই আউট স্টার্ক। সিরাজের বলে ক্যাচ দিলেন তিনি।
বুমরার বলে বোল্ড কামিন্স। ৩৩২ রান তুলেছে অস্ট্রেলিয়া হাতে এখনও ২ উইকেট। ভারতের থেকে ১৫২ রানে এগিয়ে রয়েছে তারা। চতুর্থ উইকেট পেলেন বুমরা।
১৪১ বলে ১৪০ রান করে আউট হেড। বোল্ড হলেন সিরাজের বলে। আগের বলেই ছক্কা মেরেছিলেন হেড। তার পরের বলেই বোল্ড হলেন। দুই ক্রিকেটারের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হতেও দেখা গেল।
আউট অ্যালেক্স ক্যারে। সিরাজের বলে খোঁচা দিলেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক। ক্যাচ ধরলেন পন্থ। ১০০ রানের বেশি লিড নেওয়া অস্ট্রেলিয়ার হাতে এখনও ৪ উইকেট।
ভারতের বিরুদ্ধে আরও একটি শতরান করলেন হেড। তাঁর দাপটে বড় রানের লিড নেওয়ার পথে অস্ট্রেলিয়া। দ্রুত রান তুলছেন হেড। তাঁর ক্যাচ ফেলেছিলেন সিরাজ এবং পন্থ।
মার্শের ব্যাট ছুঁয়ে অশ্বিনের বল জমা পড়ে পন্থের হাতে। কিন্তু বোলার, উইকেটরক্ষক সে ভাবে আবেদন করেননি। আম্পায়ারও আঙুল তুলছিলেন না। কিন্তু মার্শ নিজেই ক্রিজ় ছেড়ে হাঁটতে শুরু করেন। তাতেই আঙুল তোলেন আম্পায়ার। পঞ্চম উইকেট হারায় অস্ট্রেলিয়া। যদিও পরে রিপ্লেতে দেখা যায় বল মার্শের ব্যাটে লাগেনি। ফলে রিভিউ নিলে বেঁচে যেতেন তিনি। কিন্তু নিজে আউটের ব্যাপারে এতটাই নিশ্চিত ছিলেন যে, রিভিউও নেননি।
প্রথম সেশনে ১০৫ রান তুলল অস্ট্রেলিয়া। হেডের দাপটেই এই রান উঠল। শনিবার তিনটি উইকেট নিলেও রান আটকাতে পারেনি ভারত। ফলে প্রথম সেশনের শেষে অস্ট্রেলিয়া এগিয়ে ১১ রানে। হাতে এখনও ৬ উইকেট।
সহজে রান করছেন হেড। তিনি ব্যাট করতে নামার পরেই গতি বাড়ে অস্ট্রেলিয়ার ইনিংসে। এখনও পর্যন্ত চারটি চার এবং দু'টি ছক্কা মেরেছেন তিনি।
অর্ধশতরান করে আউট লাবুশেন। নীতীশের বলে চার মারতে গিয়েছিলেন গালির উপর দিয়ে। কিন্তু ধরা পড়ে গেলেন যশস্বীর হাতে। ব্যাটের ঠিক জায়গায় বলটি লাগেনি। তাতেই আউট হলেন লাবুশেন। ৬৪ রান করে সাজঘরে ফিরলেন তিনি।
দ্রুত রান তুলছে অস্ট্রেলিয়া। লাবুশেন অর্ধশতরান করলেন। তাঁর সঙ্গে রয়েছেন ট্রেভিস হেড। তাঁদের জুটি অস্ট্রেলিয়াকে দ্রুত রান তুলতে সাহায্য করছে।
আরও একটি উইকেট বুমরার। এ বার আউট স্মিথ। লেগ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিলেন তিনি। ক্যাচ পন্থের হাতে। ২ রান করে আউট স্মিথ।
প্রথম দিনে অস্ট্রেলিয়ার এক মাত্র উইকেটটি নিয়েছিলেন বুমরাই। দ্বিতীয় দিনের শুরুতেও উইকেট নিলেন তিনি। সাজঘরে ফেরালেন ম্যাকসুইনিকে। ৩৯ রান করে আউট অস্ট্রেলিয়ার ওপেনার। তাঁর ব্যাটে খোঁচা লেগে বল চলে যায় উইকেটরক্ষক ঋষভ পন্থের হাতে।