Indian Cricket

রোহিতের পরে কার অধিনায়ক হওয়া উচিত, ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন গাওস্কর

বর্ডার-গাওস্কর ট্রফিতে প্রথম এবং পঞ্চম টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন জসপ্রীত বুমরাহ। প্রথমটি জিতলেও পরেরটি হেরেছেন। রোহিত শর্মার পরে ভারতের পরবর্তী অধিনায়ক তাঁকে দেখতে চান সুনীল গাওস্কর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ১১:০৯
Share:

রোহিত শর্মা। — ফাইল চিত্র।

বর্ডার-গাওস্কর ট্রফিতে প্রথম এবং পঞ্চম টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন জসপ্রীত বুমরাহ। প্রথমটি জিতলেও পরেরটি হেরেছেন। রোহিত শর্মার পরে ভারতের পরবর্তী অধিনায়ক হিসাবে এগিয়ে আছেন তিনিই। সুনীল গাওস্করও বুমরাহের পক্ষেই মুখ খুলেছেন। কেন এই জোরে বোলারকে অধিনায়ক হিসাবে দেখতে চান তা-ও জানিয়েছেন। পাশাপাশি, ঘরোয়া ক্রিকেট নিয়ে সতর্ক করে দিয়েছেন রোহিত, বিরাট কোহলিদের।

Advertisement

অস্ট্রেলিয়ায় ভারত একমাত্র ম্যাচটি জিতেছে বুমরার অধিনায়কত্বেই। গাওস্কর মনে করেন, সতীর্থদের চাপ না দেওয়ার কারণেই বুমরাহ এগিয়ে থাকবেন। গাওস্করের কথায়, “বুমরাহকেই পরবর্তী অধিনায়ক হিসাবে দেখতে পাচ্ছি। ও সামনে থেকে নেতৃত্ব দেয়। নেতা হওয়ার জন্য যে গুণ থাকা দরকার সেটা ওর মধ্যে রয়েছে। তার জন্য ও আপনাকে চাপে ফেলবে না। কিছু কিছু অধিনায়ক রয়েছে যারা আপনাকে চাপে ফেলতে ভালবাসে।” শেষ বাক্যটি কার উদ্দেশে বলেছেন তা স্পষ্ট করেননি গাওস্কর।

বুমরাহকে নিয়ে গাওস্কর আরও বলেছেন, “বুমরাহ আশা করে বাকিরা নিজেদের কাজটা ঠিকই করবে। কেন ওরা জাতীয় দলে সুযোগ পেয়েছে সেটা বুঝিয়ে দিতে চায় বুমরাহ। জোরে বোলারদের সঙ্গে ওর দারুণ বন্ধুত্ব রয়েছে। মিড-অফ, মিড-অন, যেখানেই ফিল্ড করুক, বুমরাহ সব সময় পরামর্শ দিয়ে যায়। দ্রুতই ওকে অধিনায়ক হিসাবে দেখলে অবাক হব না।”

Advertisement

অস্ট্রেলিয়ার কাছে হারের পর জোরালো হয়েছে ঘরোয়া ক্রিকেটে ভারতের তারকাদের খেলার পক্ষে আওয়াজ। সেই তালিকায় রয়েছেন গাওস্করও। তিনি রোহিত, কোহলিদের উদ্দেশে কিছুটা বাঁকা সুরেই বলেছেন, “২৩ জানুয়ারি পরের রাউন্ডের ম্যাচ। দেখা যাক কত জন খেলে। কারা জাতীয় দলকে গুরুত্ব দিয়ে দেখে সেটা বোঝা যাবে। কোনও অজুহাত দেওয়া চলবে না। যদি কেউ না খেলে তা হলে কোচ গম্ভীরের উচিত টেস্ট দল থেকে তাকে বাদ দেওয়া।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement