নীরজ কুমার রেড্ডি। —ফাইল চিত্র।
আলো কম থাকার কারণে তৃতীয় দিনের খেলা সময়ের আগে শেষ করে দিতে হল। অপরাজিত থেকেই সাজঘরে ফিরলেন নীতীশ কুমার রেড্ডি (১০৫)। সঙ্গে ২ রান করে অপরাজিত সিরাজ। চতুর্থ দিনের সকালে দ্রুত রান তুলতে চাইবে এক উইকেট হাতে থাকা ভারত। অস্ট্রেলিয়ার ৪৭৪ রানের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে তারা।
টেস্টে প্রথম শতরান নীতীশের। উল্টো দিক থেকে ওয়াশিংটন এবং বুমরাহ আউট হতে চিন্তা তৈরি হয়েছিল আর তিনি তিন অঙ্কে পৌঁছতে পারবেন কি না। কিন্তু সিরাজ মাঠে নেমে ওভারের শেষ তিনটি বল খেলে দেন। পরের ওভারের তৃতীয় বলে চার মারেন নীতীশ। সেই সঙ্গে শতরানও পূর্ণ করেন।
১২৭ রানের জুটি ভাঙলেন নেথন লায়ন। আউট ওয়াশিংটন। ৫০ রান করে আউট হলেন তিনি। নীতীশের সঙ্গে তাঁর জুটি ভারতকে কিছুটা স্বস্তি দিয়েছে।
নীতীশ ৯৫ রান করে ফেলেছেন। উল্টো দিক থেকে তাঁকে সাহায্য করছেন ওয়াশিংটন। তিনি অর্ধশতরান করে ফেললেন।
বৃষ্টির পর তৃতীয় সেশনের খেলা শুরু। ঝুঁকি নিচ্ছেন না ভারতীয় ব্যাটারেরা। নীতীশ এবং ওয়াশিংটন মিলে চেষ্টা করছেন অস্ট্রেলিয়ার ৪৭৪ রানের কাছাকাছি দলকে নিয়ে যাওয়ার।
চা-বিরতি শেষ হলেও খেলা শুরু কর সম্ভব হচ্ছে না। বৃষ্টি পড়ছে মেলবোর্নে। সেই কারণে এখনও বন্ধ খেলা।
বৃষ্টির কারণে মেলবোর্নে খেলা বন্ধ। তাই সময়ের আগেই চা-বিরতির ঘোষণা করলেন আম্পায়ারেরা। ভারত ৭ উইকেট হারিয়ে ৩২৬ রান তুলেছে। ক্রিজ়ে নীতীশ (৮৫ রানে অপরাজিত) এবং ওয়াশিংটন (৪০ রানে অপরাজিত)।
নীতীশ এবং ওয়াশিংটন মিলে ইনিংস গড়ছেন। জুটিতে ১০০ রানের পার গিয়েছেন তাঁরা। নীতীশ ইতিমধ্যেই ৮৫ রান করে ফেলেছেন। ওয়াশিংটন করেছেন ৪০ রান। তাঁদের ব্যাটেই লড়াইয়ে ফিরছে ভারত। তবে এখনও অস্ট্রেলিয়ার থেকে ১৪৮ রানে পিছিয়ে তারা।
অস্ট্রেলিয়া সফরেই অভিষেক হয় নীতীশ কুমার রেড্ডির। বেশ কিছু ভাল ইনিংস খেলেন লোয়ার অর্ডারে ব্যাট করতে নেমে। দলকে ভরসা দেন। কিন্তু বার বার ৪০ রানের ঘরে পৌঁছে আটকে যাচ্ছিলেন। শনিবার টেস্ট ক্রিকেটে প্রথম অর্ধশতরানটি করলেন তিনি। দলকে ভরসা দিচ্ছেন মেলবোর্নেও।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪৭৪ রান করেছিল। জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিনে মধ্যাহ্নভোজে যাওয়ার আগে পর্যন্ত ভারত ২৪৪ রান তুলেছে। কিন্তু মাত্র ৩ উইকেট হাতে রয়েছে। ফলো-অন বাঁচাতে এখনও ৩১ রান দরকার। তার পরেও অস্ট্রেলিয়ার থেকে অনেকটাই পিছিয়ে থাকবে ভারত। ক্রিজ়ে নীতীশ (৪০) এবং ওয়াশিংটন (৫)।
এলবিডব্লিউ হলেন জাডেজা। তিনি ক্রিজ়ে থিতু হওয়ার চেষ্টা করছিলেন। ধীরে ধীরে ইনিংস গড়ার দিকে দিচ্ছিলেন জাডেজা। কিন্তু লায়নের বল উইকেটের সামনে তাঁর প্যাড পেয়ে গেল। রিভিউ নিয়েও লাভ হল না। ১৭ রান করে আউট জাডেজা।
দ্বিতীয় দিনে যশস্বী এবং বিরাটের ব্যাটে কিছুটা আশার আলো দেখেছিল ভারত। কিন্তু তাঁরা আউট হতেই চাপ বেড়ে যায়। ২৮ রান করে পন্থ আউট হয়ে যাওয়ায় তৃতীয় দিনে আরও চিন্তায় রোহিতের দল। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৭৪ রান করেছে। ফলো-অন বাঁচাতে ভারতকে অন্তত ২৭৫ রান করতে হবে। সেই লক্ষ্য থেকে এখনও ৭২ রান দূরে ভারত। হাতে ৪ উইকেট। ক্রিজ়ে জাডেজা (১০) এবং নীতীশ কুমার রেড্ডি (১১)।
২৮ রান করে আউট পন্থ। বোলান্ডের বলে স্কুপ করতে গিয়ে ক্যাচ দিলেন তিনি। ফাইন লেগে মারতে চেয়েছিলেন পন্থ, কিন্তু বল গেল থার্ড ম্যানে। ক্যাচ নিলেন লায়ন। ষষ্ঠ উইকেট হারাল ভারত।