BGT 2024-25

রাহুলের ‘ভাই’ কোহলি! নিজের টিফিন বাক্স থেকে বিরাটের সঙ্গে খাবার ভাগ করে খেলেন লোকেশ

ঠিক যেন দুই ভাই। সাজঘরে খেতে বসেছিলেন লোকেশ রাহুল। হঠাৎ সেখানে হাজির বিরাট কোহলি। রাহুল নিজের খাবার কোহলির সঙ্গে ভাগ করে খেলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ১৬:২৭
Share:

ভাই-ভাই। লোকেশ রাহুল (বাঁ দিকে) ও বিরাট কোহলি। —ফাইল চিত্র।

মাঠের বাইরেও তাঁদের বন্ধুত্ব কতটা ভাল তা দেখালেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। ঠিক যেন দুই ভাই তাঁরা। সাজঘরে খেতে বসেছিলেন রাহুল। হঠাৎ সেখানে হাজির কোহলি। রাহুল নিজের খাবার কোহলির সঙ্গে ভাগ করে খেলেন।

Advertisement

বৃষ্টির জেরে ব্রিসবেনে প্রথম দিনের খেলা প্রায় পুরোটাই ভেস্তে গিয়েছে। মাত্র ১৩.২ ওভার খেলা হয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ২৮ রান করেছে অস্ট্রেলিয়া। বৃষ্টির জেরে খেলা যখন বন্ধ, তখনই রাহুল ও কোহলির এই বন্ধুত্বের ছবি দেখা যায় ভারতীয় সাজঘরে।

নিজের টিফিনের বাক্স তখন সবে খুলেছেন রাহুল। হঠাৎ কোহলি সেখানে এসে রাহুলের পাশে বসে পড়েন। রাহুল তাঁর দিকে বাক্স এগিয়ে দেন। কোহলি সেখান থেকে খাবার নিয়ে খান। তার পর দু’জনে গল্প করতে করতে বাক্স খালি করেন। মাঠের জায়ান্ট স্ক্রিনে এই দৃশ্য দেখানো হয়। দুই ভারতীয় ক্রিকেটারকে খাবার ভাগ করে খেতে দেখে ভারতীয় সমর্থকেরা হাততালি দেন। পরে সমাজমাধ্যমেও তা ভাইরাল হয়ে যায়। রাহুল ও কোহলিকে দুই মায়ের পেটের ভাই বলে উল্লেখ করেছেন অনেকে।

Advertisement

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে দু’টি টেস্ট হয়েছে। পার্‌থে প্রথম টেস্টে ২৯৫ রানে জিতেছিল ভারত। সেখানে দ্বিতীয় ইনিংসে শতরান করেছিলেন কোহলি। রোহিত শর্মার অনুপস্থিতিতে ওপেন করতে নেমে ভাল খেলেছিলেন রাহুলও। যদিও অ্যাডিলেডে দিন-রাতে টেস্টে দুই ক্রিকেটারই রান পাননি। ১০ উইকেটে ভারতকে হারিয়ে সিরিজ়ে সমতা ফিরিয়েছে অস্ট্রেলিয়া। এই পরিস্থিতিতে তৃতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে গেল। এখনও চার দিনের খেলা বাকি। সেখানেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। এখন দেখার তৃতীয় টেস্টে ফয়সলা হয় কি না। নইলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে সমস্যা বাড়বে দুই দলেরই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement